Lastpass হচ্ছে একটি পাসওয়ার্ড ম্যানেজার। আপনাদের মধ্যে অনেকেই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। যদি আপনার অনলাইনে অনেক ওয়েবসাইটে নিজের আইডি বা অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনাকে অনেকগুলো পাসওয়ার্ড মনে রাখতে হয় এবং আপনি প্রায়ই পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনার অবশ্যই একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা উচিৎ। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে আপনি আর কখনোই কোন পাসওয়ার্ড ভুলে যাবেন না। এছাড়াও পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার আরো বিভিন্ন ধরনের সুবিধা আছে।
আর লাস্টপাস সব পাসওয়ার্ড ম্যানেজারগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় কারন এটি ফ্রি ভার্সনেও এমন অনেক ফিচার দিয়ে থাকে যেসব ফিচার অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারগুলো পেইড ভার্সন ছাড়া দেয়না। যাইহোক, আজকের টিউনটি যারা লাস্টপাস ব্যবহার করেন অনেকদিন ধরে বা কয়েকদিন ধরে তাদের জন্য। আজকের টিউনে কয়েকটি টিপস বলব যা আপনার ফলো করা উচিৎ যদি আপনি এই পাসওয়ার্ড ম্যানেজারের সম্পূর্ণ কার্যকারিতা পেতে চান।
লাস্টপাস বা অন্য যেকোনো পাসওয়ার্ড ম্যানেজার ইন্সটল করার পরে আপনি হয়ত লক্ষ্য করেছেন যে এসব অ্যাপ বা ব্রাউজার এক্সটেনশন থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশান আসতে থাকে। যেমন আপনার পাসওয়ার্ড এর সিকিউরিটি স্ট্রেংথ, প্রত্যেকটি ওয়েবসাইটে আপনার নতুন ইন্টার করা পাসওয়ার্ডগুলো সেভ করার পারমিশন বা উইক পাসওয়ার্ডগুলো চেঞ্জ করার নোটিফিকেশান ইত্যাদি।
আপনার কি কি নোটিফিকেশান দরকার এবং কি কি নোটিফিকেশান দরকার না সেগুলো ম্যানেজ করুন। নোটিফিকেশানস ম্যানেজ করার জন্য আপনার ব্রাউজারের উপরে লাস্টপাস এক্সটেনশনের উপরে রাইট ক্লিক করে সেটিংস মেনুতে চলে যান। সেখান থেকে নোটিফিকেশান সেটিংস থেকে আপনার যেসব নোটিফিকেশান দরকার নেই সেগুলো আনচেক করে দিন।
আপনার পাসওয়ার্ডগুলো কতোটুকু শক্তিশালী এবং কতটা সিকিওর সেটা চেক করার জন্য লাস্টপাসের একটি ফিচার আছে। ফিচারটির নাম হচ্ছে Lastpass Security Challenge। এটির সাহায্যে লাস্টপাস আপনার সেভ করা প্রত্যেকটি পাসওয়ার্ড আলাদা আলাদা ভাবে যাচাই করে এবং অন্যান্য পাসওয়ার্ডের সাথে তুলনা করে আপনাকে একটি সিকিউরিটি স্কোর দেবে। এই ফিচারটি সবসময় ব্যবহার করুন এবং Security Challenge এ আপনার পারসেন্টেজ সবসময় হাই রাখার চেষ্টা করুন এবং লাস্টপাসের সাজেশন অনুযায়ী আপনার উইক পাসওয়ার্ডগুলো চেঞ্জ করুন।
লাস্টপাস অ্যাপ/এক্সটেনশনটির ব্যবহার আরো সহজ করার জন্য লাস্টপাসের আগে থেকে সিলেক্ট করা নিজের কিছু কিবোর্ড শর্টকাট আছে। যেমন, পরবর্তী লগিনের সময় পাসওয়ার্ড ফিলাপ করা, পাসওয়ার্ড সেভ করা বা চেঞ্জ করা এমন আরো কিছু কাজ দ্রুত করার জন্য লাস্টপাসের কিছু কিবোর্ড শর্টকাট আছে।
লাস্টপাসের আগে থেকে সিলেক্ট করা এসব কিবোর্ড শর্টকাটের কি কম্বিনেশন যদি আপনার ভাল না লাগে, তাহলে সেগুলো আপনি নিজের ইচ্ছামত চেঞ্জ করে নিতে পারবেন। এবং আপনি চাইলে নতুন কিছু কাজ করার জন্য নিজের ইচ্ছামত নতুন নতুন কিবোর্ড শর্টকাট তৈরিও করে নিতে পারবেন। আপনি কিবোর্ড শর্টকাট এডিট করতে পারবেন এক্সটেনশনের সেটিংস মেনু থেকে।
আপনি যদি আপনার পাসওয়ার্ড নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন এবং আপনার সেভ করা পাসওয়ার্ড যদি আপনার কাছে খুব বেশি সেনসিটিভ হয়, তাহলে আপনার উচিৎ হবে লাস্টপাসের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করা। প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হলে আপনাকে প্রতি মাসে ১ ডলার খরচ করতে হবে। কিন্তু প্রিমিয়াম ভার্সনে আপনি এক্সট্রা কিছু সুবিধা পাবেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন।
এর সাহায্যে কেউ যদি আপনার লাস্টপাসের মাস্টার পাসওয়ার্ড জেনেও যায়, তবুও সে আপনার লাস্টপাসের সেভ করা পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারবে না। এই ফিচারটি এনাবল করা থাকলে পাসওয়ার্ডগুলো দেখার জন্য লাস্টপাসের একটি স্পেশাল এপ্লিকেশন ব্যবহার করতে হবে যার না Lastpass Sesame। এই অ্যাপলিকেশনটি থাকবে শুধুমাত্র আপনার ইউএসবি ড্রাইভে এবং ইউএসবি ড্রাইভটি পিসিতে ইনসার্ট না করা পর্যন্ত এবং ইউএসবি ড্রাইভ থেকে এপলিকেশন রান করে ভেরিফিকেশন কোড ইন্টার করতে না পারা পর্যন্ত কোন পাসওয়ার্ডই শো করবে না।
আপনি যদি অনেকদিন ধরে লাস্টপাস ব্যবহার করে থাকেন বা অনেক বেশি ঘাটাঘাটি করে থাকেন লাস্টপাস নিয়ে তাহলে আপনি হয় খেয়াল করেছেন লাস্টপাসের অনেক ফিচারের পাশে লেখা থাকে যে এই ফিচারটি এনাবল করতে হলে আপনাকে লাস্টপাসের বাইনারি ভার্সন ইন্সটল করতে হবে। লাস্টপাসের বাইনারি ভার্সন ইন্সটল করলে আপনি কয়েকটি এক্সট্রা ফিচার বা সুবিধা পাবেন।
লাস্টপাসের বাইনারি ভারশনটি লাস্টপাসের সিস্টেম-ওয়াইড ফিচারগুলো এনাবল করে। যেমন আপনি অনেকক্ষন ধরে কিছু না করলে আপনাকে লগআউট করে দেয়া, একটি ব্রাউজারে একবার লগিন করলে একইসাথে বাকি সব ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে লগিন করে দেয়া ইত্যাদি। এই ফিচারটি ইউজফুল হবে যদি আপনি পিসিতে একটির বেশি ব্রাউজার ব্যবহার করে থাকেন।
তো এগুলোই ছিল কয়েকটি টিপস যা আপনার ফলো করা উচিৎ যদি আপনি লাস্টপাস আপনার প্রাইমারি পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে ব্যবহার করে থাকেন। আজকের মত টিউনটি এখানেই শেষ করছি। আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে। টিউন সম্পর্কে কোন ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই টিউনমেন্ট করে জানাবেন। ভাল থাকবেন।
You can contact me on : Facebook
আমি সিয়াম একান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সিয়াম রউফ একান্ত। অনেকে সিয়াম নামে চেনে আবার অনেক একান্ত নামে। যাইহোক, পড়াশুনা একেবারেই ভাল লাগেনা আমার। ভাল লাগার মধ্যে দুইটা জিনিস , ফটোগ্রাফি আর প্রযুক্তি। এই প্রযুক্তির প্রতি ভাললাগা থেকেই টেকটিউন্স চেনা এবং টেকটিউন্সে আইডি খোলা। দেখা যাক কতদূর কি করা যায়......