কম্পিউটার অন করলে ২টা এক্সপি আসলে করনীয়।

আমরা কম্পিটারে setup দেওয়ার পর অনেক সময় setup এর ভুলের কারনে(কি জন্য হয়, তা আমা জানা নেই) দেখা যায়,setup শেষে যখন পিসি অন করি তখন দেখি পরপর ২টা Microsoft Windows XP লেখা আসে,তখন enter দিয়ে ঢুকতে হয়। উপরের ছবিতে windows 7 আর windows xp আছে।কিন্তু ২টা windows xp ও থাকে।এই ঝামেলায় পরে আমাদের এক টিউনার সম্প্রতি সাহায্য পাঠিয়েছে। এই সমস্যা শুধু তার একার না,আমাদের সবাই কোন না কোন সময়  এই সমস্যায় পরে থাকি । তাই এই সমস্যার সমাধান নিয়ে আমার আজকের টিউন।

প্রথমে my computer এর right mouse click করে properties এ যান।

তারপর advanced এ যান।

দেখবেন startup and recovery নামে একটা  option আছে,সেখানে settings এ ক্লিক করুন।

একটা নতুন window আসবে, সেখানে edit নামে একটা option আছে,সেখানে ক্লিক করুন।

একটা notepad আসবে,সেখানে [operating systems] লেখার নিচে পরপর ২টা command আছে।সাধারনত default হিসেবে থাকে-multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS="Microsoft Windows XP Professional" /fastdetect।কিন্তু যাদের এই সমস্যা আছে তাদের থাকে ২টি-

multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS="Windows XP Professional" /fastdetect

multi(0)disk(0)rdisk(0)partition(2)\WINNT="Windows XP Professional" /fastdetect

উপরে যে command টি থাকবে সেটি রেখে নিচের command টি remove করে দিন।

তারপর save করে ok দিয়ে বেরিয়ে যান।এখন কম্পিউটার রিস্টার্ট করে দেখুন ২ টা এক্সপি আসে কিনা।

এছাড়া যদি আর কোন সমস্যা থাকে তাহলে কমেন্ট দিবেন।আমি সমাধান করার চেষ্টা করবো। আর যদি কারো এর থেকে শর্টকাট পদ্বতি জানা থাকে তাহলে অবশ্যই দিবেন।

বিঃদ্রঃ এটা শুধু windows Xp এর জন্য। অন্য Operating System এর ক্ষেত্রে পদ্বতিটা আমার জানা নেই।

আর আরেকটি কথা হলোঃ আমার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গিয়েছে,আমার কাছে এর সামনের পেইজের ফটোকপি আছে,পিছনেরটা নাই। যদি কারো কাছে জাতীয় পরিচয় পত্র উঠানোর পদ্বতি জানা থাকে ( যে সঠিক পধতি জানেন,সেই লিখবেন) তাহলে বিস্তারিত জানাবেন।

ধন্যবাদ।

Level 0

আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

kajer tune

AT FIRST THANKS

ami apnar way ta try kori nai but mone hoi na eta khub valo hobe. karon ami xp & 7 dutoi use kori.tai amar tai dutoi ase ami joi 1 ta formate kore dei taholei 1 ta chole jai r 1 ta thake……any way

NATIONAL ID CARD:
//shudhu id number ta thaklei hobe ota gd te ullekh korte hobe.

1.apnake 1 ta GD korte hobe.
2.gd er original copy ta niye agargaw islamic foundation a 6th floor a jete hobe then okhane 1 ta form puron kore ,gd er original copy soho joma dite hobe
3.ora apnake ekta date dibe oi din jeye ID card niye asben.(at least 10 days later)

    ভাই আপনাকে অশেষ ধন্যবাদ ।আইডি কার্ডের ঝামেলাটার সমাধান দেওয়ার জন্য। কিন্তু ভাই ফরমেট দেওয়ার পরও দেখবেন লেখাটা রয়ে গেছে,আমিও আগে তাই মনে করেছিলাম, কিন্তু একদিন win7 ফরমেট দিয়ে দেখি winxp ও win7 ২টা show করছে। তখন আমার এটা অনেক কাজে দিয়েছিল।

    Level 0

    Vai kevaba xp & 7 dutoi use kora jai ek tu bolban onak upokara asba.
    Thanks.

Level 0

ভাল করবেন ।ধন্যবাদ

startup & recovery te “edit” option nai…akhon ki korbo???? snapshot facebook e upload kore dilam.. dekhun click kore
link: http://www.facebook.com/photo.php?fbid=1422919631918&set=a.1140618254560.18221.1800564221

    ভাই আমি এটা windows xp এর টা দেখিয়েছি। win7 এ মনে হয় ওখানেই আছে কিন্তু একটু ঘুরিয়ে পেচিয়ে আছে,খোচা খোচি করে দেখেন কোন অপশনে আছে কিনা।

Level 3

ভাই কি আর বলব আমার আইডি কার্ড ও হারাইয়া গেছে!!! ।আইডি কার্ডের সমাধানটা আমার দরকার ছিল।।ধন্যবাদ আপনাকে।

    জাহান ভাই এর সমাধান দিয়া দিছে, উপরে কমেন্ট এ দেখেন।

Thankyou for your tune

ধন্যবাদ আপনার টিউনের জন্য। আমিও এটার উপর একটা টিউন করছিলাম ইচ্ছে করলে দেখতে পারেন এখান থেকে
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/38057/

Level 0

ভাই আমার পিসি চালু করলে লেখা আসে
SAVE MODE……
…………..
…………………
INTER দিলে চালু হয়। এখন কী করবো? ?

    Level New

    apone windows xp /windows7 ar CD ta CD room a dokan tarpor restart dan. restart korar por abar (save mode) a start koran. oh ar akta khotha bola rakhe start hoar por jede yeas or no chai tahola yeas koran. start hola XP CD ta khola falan.

    akhon abar restart kora dakhan normal open hoike na. janaban.

জটিল…………

Darun…………………………………….. amon kisui caicilam mone mone

ভাই আমি যখন Ubuntu এবং XP একই সাথে ব্যবহার করতাম তখন এই সমস্যাটা ছিল। তবে এখন ব্যবহার করি না। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ। আমার অনেক কাজে লাগবে।

Level New

thanks man….nice post

Level 0

সত্য কথা বলতে কি আমি কয়েকদিন ধরে এই PROBLEM এ ছিলাম।আমার ৩টা XP SETUP ছিল।আপনার টিপস আমার কাজে লেগেছে।আমি এখন problem মুক্ত।good timing.আপনাকে অষেশ ধন্যবাদ।
আরেক টা প্রবলেম, কিভাবে XP কে Repair বা recover করবো? কেউ জানালে উপক্রিত হব।

পুরনো টিউন