যন্ত্রণার আরেক নাম বিজ্ঞাপনি এসএমএস, আসুন জেনে নেই কত সহজেই পেতে পারি এর থেকে প্রতিকার।

বিটিআরসির ওয়েবসাইটের (http://www.btrc.gov.bd/complainbox)  এই লিংকে গিয়ে অভিযোগ জানানো যাবে।

এসব যন্ত্রণাকর এসএমএস আসা বন্ধ করতে চাইলে মোবাইল ফোন ব্যবহারকারী নিজেই সংশ্লিষ্ট অপারেটরের নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়ে বা ফোন করে ওইসব এসএমএস আসা বন্ধ করতে পারবেন।

গ্রামীণফোন ব্যবহারকারী এসব এসএমএস পেতে না চাইলে তিনি তা ১২১ নম্বরে ফোন করে বন্ধের জন্য অনুরোধ জানাতে পারবেন। অনুরোধ জানালে গ্রামীণফোন এসব বন্ধ করে দেয়। তবে গ্রামীণফোন মনে করে, এসব গ্রাহকের কল্যাণের জন্যই।

রবি’রও এই সেবা বন্ধের সুযোগ রয়েছে। রবির গ্রাহকরা ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। ফোন করে বলতে হবে, ‘আমি এই সেবা চাই না।’ তাহলে ওরা (মোবাইলের অপর প্রান্ত থেকে) সংশ্লিষ্ট ফোনদাতাকে ডিএনডি ক্যাটাগরিতে ফেলে দেবে। তখন প্রমোশনাল কোনও কিছু আর মোবাইলে আসবে না।

বাংলালিংকের গ্রাহকরা এসএমএস না চাইলে মেসেজ অপশনে গিয়ে অফ (OFF) লিখে ৬১২১ নম্বরে এসএমএস পাঠাতে পারবেন।

এয়ারটেল গ্রাহকরা ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। সেবা চালু হলে বন্ধ হবে অনাকাঙ্ক্ষিত এসএমএস আসা।

আশা করছি এই টিউনটি আপনাদের উপকারে আসবে। ভাল বা খারাপ যাই হোক না কেন রিভিউ দিয়ে আমাকে উৎসাহিত করবেন এই আহবান জানাচ্ছি সকল টিউনারদের... ধন্যবাদ। 🙂

Level 0

আমি ক্রিস্টাল ইভান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস