ধরুন, আপনার নিকট ২০-২৫ পৃষ্ঠার কোনো বড় প্রিন্টেড ডকুমেন্ট বা স্ক্যান করা ইমেজ ফাইল রয়েছে। সফট কপি নেই কোথাও, কিন্তু এডিট করার প্রয়োজন পড়লো। নতুন করে কম্পোজ করাটা অনেক Time Consuming ব্যপার। কী করবেন তখন? আপনি কী জানেন, এতোগুলো টাইপিং এর কাজ মাত্র কয়েক ক্লিকে খুব সহজেই সেরে ফেলতে পারেন আপনি?
আসুন এখনই করে ফেলি,
১. প্রিন্টেড ডকুমেন্ট হলে প্রথমেই সেগুলোকে স্ক্যান করে নিন
২. Start Menu থেকে All Program/All Apps>> 'Microsoft Office'>>'Microsoft OneNote' কমান্ড দিন।
৩. এবার 'Insert' মেন্যু থেকে 'Picture' এ ক্লিক করে স্ক্যান করা ইমেজ ফাইলটি Select করে Open করুন।
৪. Image টি কে Select করে মাউসের Right Button ক্লিক করে 'Copy Text from Picture' কমান্ড দিন।
৫. এবার যে কোনো টেক্সট এডিটর যেমন- Microsoft Word/Notepad/Wordpad ইত্যাদির নতুন পেজ নিয়ে সেখানে 'Paste' করে দিন।
ব্যাস, হয়ে গেলো 🙂 ঠিক একইভাবে ইংরেজি লেখা রয়েছে এরকম যে কোনো ইন্টারনেট থেকে ডাউনলোড করা ইমেজ হতেও আপনি টেক্সট কপি করতে পারবেন।
আর টিউটোরিয়ালটি বুঝতে কোনো সমস্যা হলে Comment করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
আমি আজিজুর রহমান দুলাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি বৃষ্টির মধ্যে হাঁটতে ভালবাসি, কারণ তখন কেউ বুঝবেনা আমি কাঁদছি।
এভাবে বাংলা টেক্সট কপি করা যাবে?