কপিরাইট স্ট্রাইক!!! কপিরাইট স্ট্রাইক!! আর নয় কপিরাইট স্ট্রাইক !!!!
ওয়েবসাইট, ব্লগসাইট অথবা ইউটিউভ ভিডিও’র জন্য আমাদের বিভিন্ন ছবি/Images এর প্রয়োজন হয়… তো আমাদের কি করি Google মামার কাছে সার্চ করি. তো Google মামা আমাদের বিভিন্ন ছবি দেখায় যেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ছবি সিলেক্ট করে ডাউনলোড করে আমাদের বিভিন্ন ওয়েবসাইট অথবা ইউটিউভ ভিডিওতে ইউজ করি।
কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে এই ছবি গুলা Google মামার নিজস্ব কোন ছবি না, Google মামা এগুলা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেকশান করে। এখন আমরা ওসব ছবি ব্যবহার করার ফলে বিভিন্ন কপিরাইট স্ট্রাইক এর সম্মুখীন হই যা আমাদের ওয়েবসাইট, ব্লগসাইট অথবা ইউটিউভ ভিডিও’র জন্য ক্ষতিকারক। তো এখন কীভাবে Google মামা থেকে এসব কপিরাইট ফ্রি Images ডাউনলোড করা যায় খুব সহজে তার বিস্তারিত এখানে এই ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
যার ফলে আপনি কপিরাইট থেকে মুক্তি থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ টেকটিউনসের সাথে থাকবেন।
ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে
Youtube Video
আমি সাকিব আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।