সার্চ ইঞ্জিন র‍েংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব পাঁচ

কিছু টিউনারের আপত্তি থাকায় ভেবেছিলাম এই ধারাবাহিক টিউনের পরবর্তী পর্ব আর লিখব না। কিন্তু অনেক টিউনাররা আমাকে আবারো অনুরোধ করায় তাই তাদের আগ্রহের কিছু বিষয়ের উত্তর নিয়ে এই টিউনের আরো একটি পর্ব লিখছি। যাই হোক মূলকথায় আসি।

প্রথমেই বলব সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করার সম্বন্ধে। ইয়াহূতে আপনার সাইট সাবমিট করার জন্য এই লিংকে যান।

তারপর সাইট সাবমিটে ক্লিক করুন ছবিতে দেখানো অংশের মত।
1.JPG

এবার যে পেজটি আসবে তা থেকে সাবমিট ইউর সাইট ফ্রিতে ক্লিক করুন।

2.JPG

এবার সাবমিট এ ওয়েবপেজ এ ক্লিক করুন।

3.JPG

এই পেজের ঘরটিতে আপনার সাইটের ইউআরএল টি লিখে সাবমিট ইউআরএল এ ক্লিক করুন।

4.JPG

গুগলে পেজ সাবমিট না করলেও গুগল তা ঠিকই খুজে নেয়। আর গুগল সহ আরো বেশ কয়েকটি সার্চ ইঞ্জিনে পেজ সাবমিট করার সহজ একটি পদ্ধতি আছে। এ পদ্ধতির ব্যাপারে হাবিবুর ভাই আগেই একটি টিউন করায় আমি আর তা নিয়ে লিখব না।

গুগলে পেজ সাবমিট করাটা খুবই সহজ বলে এ ব্যাপারে না বলে গুগল পেজে আপনার সাইটের অবস্থান এগিয়ে নেয়ার জন্য বেশ কয়েকটি ট্রিকস আছে তার মধ্যে একটি ট্রিকস এর কথা বলব।

এ জন্য প্রথমেই আপনার জিমেইল একাউন্টে লগ ইন করুন এবং এখান থেকে গুগলে চলে যান। এবার সাইন ইন অবস্থায় আপনার সাইটের কী ওয়ার্ড দিয়ে সার্চ করুন। এবার পেজের নিচে এসে দেখুন এড এ রেজাল্ট একটা অপশন আছে এতে ক্লিক করুন।

g1.JPG

এখানে ক্লিক করলে একটি ঘর আসবে সেখানে আপনার সাইটের এ্যাড্রস লিখে প্রিভিউতে ক্লিক করুন।

g12.JPG

প্রিভিউতে ক্লিক করলে আপনার সাইটের প্রিভিউ দেখাবে এখান থেকে এড বাটনে ক্লিক করে আপনার সাইটটি প্রথম পাতায় এড করে নিন এবং এবার আপনার সাইটকে ভোট ও কমেন্ট করুন। তারপর লগ আউট করুন।

g13.JPG

এভাবে বেশ কিছু একাউন্ট থেকে আপনার সাইটকে ভোট করুন এবং আপনার বন্ধুদেরও বলুন আপনার সাইটকে ভোট করতে। তবে প্রতিবার লগ আউট করে দেখুন আপনার সাইটের অবস্থান কারন লগইন করা অবস্থায় আপনার কাষ্টমাইজ রেজাল্ট দেখতে পাবেন কিন্তু প্রকৃত অবস্থান দেখতে পাবেন লগ আউট করে। আর এ কাজটি নিয়মিত করতে পারলে আপনার সাইটের অবস্থান বেশ এগিয়ে যাবে আর তখন এরকম দৃশ্য খুবই স্বাভাবিক।

g21.JPG

আর হাবিবুর ভাই বলেছিলেন নিজের সাইটের সার্চ ইঞ্জিনে কিভাবে নিজের সাইটকে উপরে রাখতে হয় তার উপর টিউন করতে। আমি সেটার বিষয়েও এখানে বলে দিচ্ছি। এডসেন্স থেকে সার্চ ইঞ্জিন যোগ করার সময় এডসেন্স ফর সার্চে যখন বিভিন্ন অপশন নির্বাচন করবেন তখন সার্চ টাইপে অনলি সাইটস আই সিলেক্ট অপশনটি সিলেক্ট করুন এবং সিলেক্টেড সাইট এর ঘরে আপনার পছন্দের সাইটগুলোর ডোমেইন দিয়ে দিন। তাহলেই দেখবেন সার্চ রেজাল্টে আপনার সাইটগুলোই থাকছে।

gad.JPG

তবে সার্চ ইঞ্জিনে উন্নতি একটা ধারাবাহিক ব্যাপার এখানে ধাপে ধাপে উন্নতি করতে হয়। একদিনেই উন্নতি সম্ভব নয়। কিছুদিন আগে একজন টিউনার বলেছিলেন সার্চ ইঞ্জিনে ভাল অবস্থন পেতে এক ও দুই নাম্বারে থকা সাইটগুলোর দূর্বলতা বের করে তা অতিক্রম করতে। দূর্বলতার বিষয় না হয় অতিক্রম করলেন কিন্তু সবল বিষয় গুলোতে তো আগে তার সমকক্ষ হতে হবে তাই না। তাই যে কোন সাইটই রাতারাতি এক নম্বরে আসতে পারেনা। এক নম্বরই আসার সম্ভাবনা তাদেরই থাকে যাদের অবস্থান এক নাম্বারের কাছাকাছি।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Sakil bai,many many thanks,for your information.

Level 0

Bangladeshi web portal.Bangladesh web directory,all inportant address http://manyaddress.blogspot.com

শাকিল ভাই অনেক অনেক ধন্যবাদ। Pls থামবেন না এ নিয়ে আরো লিখুন।

Level 2

Sakil bai apni aro likhe jan,amra bes opkrito hochhi.Thankyou.

আজকে নতুন কিছু শিখলাম।
ধন্যবাদ।

যাদের সাইট বা ব্লগ আছে। তারা তাদের সব গুলা পেইজ এক এক করে সাবমিট করতেন পারেন। ভিজ়িটর বা গুগল পেইজ় র‌্যাঙ্ক বাড়ানোর জন্য এখানে সাবমিট করতেন পারেন। প্রথমে রেজিস্টেশন করতে হবে। রেজিস্টেশন একদম সহজ।
এখানে অন্য ইঊজার রা আপনার পেইজ এ ভোট দিতে পারবে।

রেজিস্টেশন করতে এখানে ক্লিক করুন http://www.aaigg.com/register
পেইজ সাবমিট করতে এখানে ক্লিক করুন http://www.aaigg.com/submit

Level 0

Sakil bai Thankyou.

আমি 5 মিনিটে এক্স পি ইনস্টল করা সফটওয়্যার চাই।

আজাদ ভাই কি ব্যাপার আপনি সবার কাছে এক বায়না ধরছেন আমি 5 মিনিটে এক্স পি ইনস্টল করা সফটওয়্যার চাই?

অনেক দিন অনলাইনে আসতে পারিনি। ধন্যবাদ শাকিল ভাই।

শািকল ভ।ইেযর টীপসগুেলা অ।িম সবসময় প ড়ার েচষ্টা কির।উিন খুব ভােলা িলেখন.

hi,brother,i read alz ur post.u write very well.how can i increase my visitor traffic?plz give me short note.i recently opened a new blog

এর উপরে একটা টিউন করে দেব।

http://www..blogspot.com/