Life Hacks [পর্ব-২৭] :: বোতলের কর্ক দিয়ে নিজেই বানিয়ে নিন দ্রুতগতির ফিজেট স্পিনার !!!

Life Hacks

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কিছুদিন আগে আমি কাগজ দিয়ে কিভাবে ফিজেট স্পিনার বানানোর টিউনস করেছিলাম, স্পিনারটির গতি কম। আসুন আজ আপনাদের দেখাবো কিভাবে কর্ক দিয়ে নিজেই বানিয়ে নিন দ্রুতগতির ফিজেট স্পিনার !!!

ফিজেট স্পিনার (Fidget Spinner) কী?

ফিজেট স্পিনার হলো স্ট্রেস কমানো এবং মনঃসংযোগ বাড়ানোর জন্য একপ্রকার খেলনা। ফিজেট স্পিনার স্টীল, টাইটানিয়াম, তামা এবং প্লাস্টিক সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি একটি খেলনা। ১৯৯০ সালের দিকে এটি আবিষ্কার করা হয়েছিল, তবে ২০১৭ সালে ফিজেট স্পিনারটি একটি জনপ্রিয় খেলনা হয়ে ওঠে।

ফিজেট স্পিনারের ব্যবহার:

১. মনঃসংযোগ বাড়ানোর জন্য ফিজেট স্পিনার ব্যবহার করা হয়।

২. মানসিক চাপ বা অস্তিরতা দূর করার জন্য ফিজেট স্পিনার একটি স্ট্রেস বাস্টার।

৩. কাজের চাপ সামলে মনকে স্থিতধী রাখার শক্তি এর থেকে পাওয়া যায় ফিজেট স্পিনার ব্যবহার করে।

ফিজেট স্পিনার তৈরীতে আপনার যা যা লাগবে-

  • বোতলের কর্ক
  • আঠা/ গ্লু
  • ক্লিপ

আসুন তাহলে আমরা দেখি কিভাবে কর্ক দিয়ে কিভাবে বানাবেন দ্রুতগতির ফিজেট স্পিনার !!!, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখার পর যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন-

আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করবেন, টিউমেন্ট করবেন এবং প্রিয়তে রাখবেন।

ইউটিউব চ্যানেল - MrSaaf Ultimate Hacker

ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুনঃ  MrSaaf Ultimate Hacker

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস