কিভাবে যে কোনো দেশের আইপি এক্সেস করে ব্রাউসিং বা ডাউনলোড করবেন, ১০০% কার্যকরী উপায়

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি দেখাবো কিভাবে যে কোনো দেশের আইপি এক্সেস করে ব্রাউসিং বা ডাউনলোড করবেন, ১০০% কার্যকরী উপায়। কথা বা বাড়িয়ে কাজের কথায় আসি।

নেট ব্রাউসিং করার সময় দেখা যায় অনেক সময় অনেক সাইটে কান্ট্রি রেসট্রিক করা থাকে, আবার অনেকে ফ্রী ল্যান্স করার জন্য অন্য দেশের আই পি ইউস করা লাগে। এর ফলে অনেকে অনেকে সফটওয়্যার ইউস করে। কিন্তু এগুলার অনেক গুলা কাজ করে না বা ট্রাইল ভার্সন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারূন এক সফটওয়্যার যা কাজ করবেই, কারন আমি নিজে ইউস করি। তবে ইউস করার জন্য নির্দেশনা মেনে কাজ করতে হবে।

আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করলে ১০০% কাজ হবে।

প্রথমে এই সফটওয়্যার টা ডাউনলোড করবে। তারপর এই লোডার ফাইল ডাউনলোড করে নিন। এবারে যে কোনো ফাকা ফোল্ডারে রার ফাইল কে এক্সট্রাক করে নিন। এবারে নেট কানেকশন অফ করে লোডার ফাইল থেকে ফাইল গুলা কপি করে সেম ফোল্ডারে নিয়ে আসেন।

কোনো ফাইলের নেম চেঞ্জ করা যাবে না। এবারে নেট অন করুন। অন করার পর HideAllIP_Loader  নামের ফাইল কে Run ad adminstation করে ওপেন করুন। অনেকে ভুলে HideALLIP_RunAsAdmin নামের ভাইল কে করে কিন্তু ভুলেও এই কাজ করবেন না।

HideAllIP_Loader  নামের ফাইল কে Run ad adminstation করে ওপেন করুন তাহলে নিচের মত চিত্র আসবে। এখান থেকে যে কোন দেশ সিলেক্ট করে ব্রাউস করুন।

এখান থেকে ব্রাউসারে ঢুকতে হবে।

ডাউনলোড লিঙ্ক

ফাইল লিঙ্ক - লিঙ্ক ১ /  লিঙ্ক ২ 

লোডার লিঙ্ক- লিঙ্ক ১ / লিঙ্ক ২ 

ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ

Level New

আমি আক্তার অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ। এমনটা অনেকদিন ধরে খুজছিলাম।

এটা ১০০% কার্যকরী সফটওয়্যার। কিন্তু নতুন ভার্সন বের হলে আর লোডার কাজ করবে না।

সবাই এই টিউন দেখুন , এটা লেটেস্ট সফট সাথে লোডার দেয়া
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/500466

“অনেকে ভুলে HideALLIP_RunAsAdmin নামের ভাইল কে করে কিন্তু ভুলেও এই কাজ করবেন না।”
এইটা কি লিখলেন?

আর কাজ করছে না। প্লিজ নতুন করে আপডেটেড পোর্টেবল ভার্শনের লিংক দিন।

প্রিয় আক্তার অপু,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

File Not Found. Kindly Re-upload that files & Edit the Post link also.