কোনো সফট্ওয়্যার ছাড়াই পিসিতে যেকোনো ফোল্ডার হাইড করুন।

কেমন আসেন সবাই ? আসাকরি সবাই ভালো আসেন।

টিটিতে এটা আমার প্রথম টিউন। টিটিতে আমার কখনো টিউন করার সাহস হয়ে ওঠেনি।কিন্তু আজকে সাহস করে একটি টিউন করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন টিটিতে যেন নিয়মিত টিউন করতে পারি।

এবার মুল কথায় আসা যাক,আজকে আমরা শিখবো কিভাবে কোনো সফট্ওয়্যার ছাড়াই পিসিতে ফোল্ডার হাইড করা যায়।

এভাবে ফোল্ডার হাইড করার সুবিধা:

১।আপনার পিসিতে এই ফোল্ডার আর দেখাবে না।এমনকি কোনো সফট্ওয়্যার দিয়েও দেখতে পারবেন না।
২।আপনার ফোল্ডারের নাম না জানলে কেউ এটা আনলক করতে পারবে না।

ফোল্ডার হাইড করার জন্য প্রথমে আপনি যে ফোল্ডার হাইড করতে চান সেই ফোল্ডারের ওপর মাউস রাখুন।

screenshot 1

সাপোজ আমরা Funny ফোল্ডারটি হাইড করবো। এরজন্য আমাদের

sreenshot 2

উপরে যে বক্সটা দেখতে পারছেন যেখানে সব কেটে দিয়ে Cmd লিখে ইনটার দিতে হবে।

তারপর এরকম একটি পেজ আসবে

screenshot 3

এখানে লিখুন attrib +h +s +r funny [যে ফোল্ডার হাইড করবো সেই ফোল্ডারের নাম] ব্যাস এবার Enter চেপে বেরিয়ে আসুন। Refresh করে দেখুন আপনার ফোল্ডার হাইড হয়ে গেছে।

screenshot 4

হাইড তো করলেন কিন্তুু এবার ফোল্ডার ফিরিয়ে আনবেন কিভাবে। জাস্ট আবার Cmd লিখে Enter দিন। আগের মতে পেজ আসবে এখানে লিখুন attrib -h -s -r funny [Folder Name] এবার Enter Press করে বেরিয়ে আসুন। দেখুন আপনার হাইড করা ফোল্ডার ফিরে এসেছে।

screenshot 5

এভাবে যেকোনো ফোল্ডার হাইড করতে পারবেন।শতচেষ্টা করেও কেউ ফোল্ডার খুজে পাবে না। আর কোথাও কোনো সম্যসায় পড়লে টিউমেন্টে জানাবেন প্লিজ। এভাবে কেউ না পারলে ভিডিওটি দেখুন।

সো সবাই ভালো থাকবেন,আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে সময়দিয়ে টিউনটা পড়ার জন্য।

Level 1

আমি আবির। Founder, EEE INFO BD বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় নেট বয়,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

    তথ্য সাবমিট করে দিয়েছি আপনাদের সুবিধামত যোগাযোগ করতে পারেন।