পেওনার হচ্ছে ইন্টারনেট বেস্ড ফাইনানসিয়াল সার্ভিস যা যুক্তরাষ্ট্রে অবস্থিত। পেওনার বিনামূল্যে ভার্চুয়াল প্রিপেইড মাস্টার কার্ড দিয়ে থাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তলন এবং লেনদেনের জন্য। বাংলাদেশ সহ বিশ্বের ২১০টিও বেশী দেশে এই ভার্চুয়াল মাস্টার কার্ডটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে একটি অফারের আওতায় রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলের উভয়কে ২৫ ডলার করে দিয়ে থাকে পেওনার।
আউটসোর্সিং করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি ছিল, তা হল সহজে টাকা পাওয়ার বিষয়টি, যা খুব সহজেই সমাধান করে ফেলা যায় এখন। পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য আউটসোর্সিং ও এফিলিয়েট মার্কেটিং প্লাটফর্ম গুলো এখন আমাদের পারিশ্রমিক পরিশোধ করছে পেওনিয়ার মাস্টার ডেবিট কার্ডের মাধ্যমে।
বিশেষ করে বাংলাদেশের জন্য এটা একটা বিশাল স্বস্তির ব্যাপার।
পেওনিয়ার মাস্টার ডেবিট কার্ড কোন কোন সাইট বা কোম্পানী সাপোর্ট করে? অর্থাৎ, পেওনিয়ার কার্ড দিয়ে আমরা কোন কোন সাইট বা কোম্পানীর কাজ করে টাকা পেতে পারবো?
– অপওয়ার্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার-এর মত ফ্রিল্যান্সিং সাইট
– ক্লিক২সেল বা ক্লিকসিওর -এর মত এফিলিয়েট মার্কেটিং প্লাটফর্ম
এছাড়াও আমাজন.কম ও ক্লিকব্যাংক থেকেও পেওনিয়ার কার্ডের মাধ্যমে টাকা ওঠানো সম্ভব। সুতরাং, ক্লিকব্যাংক যদি কখনও বাংলাদেশ থেকে এফিলিয়েট নেয়া শুরু করে, তবে টাকা পাওয়া খুবই সহজ হয়ে যাবে।
সুতরাং, একটি পেওনিয়ার মাস্টার ডেবিট কার্ড -এর জন্য আবেদন করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়।
পেওনিয়ার কার্ডের সুবিধাগুলি কি?
১. বাংলাদেশের যে কেউ এই কার্ড পেতে পারেন।
২. সাইন আপ খুবই সহজ, কার্ড এপ্রুভ হয়ে যায় সহজেই।
৩. নামী দামি এফিলিয়েট মার্কেটিং বা আউটসোর্সিং কোম্পানীগুলো এই কার্ড সাপোর্ট করে।
৪. ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকেই টাকা তোলা যায়।
৫. এই কার্ড দিয়ে অনলাইনে কেনাকাটা করা যায়।
৬. এর জন্য আপনার কোনো ব্যাংক একাউন্ট থাকার দরকার নেই।
৭. এই কার্ড আপনার নামে এপ্রুভ হলে ব্যাংক অফ আমেরিকায় আপনার নামে একটি একাউন্ট তৈরী হবে। যেসব কোম্পানী চেক-এর মাধ্যমে টাকা পে করে, আপনি সেসব কোম্পানীর কাজ করে উপার্জিত টাকা এই একাউন্টে গ্রহন করে কার্ডে ট্রান্সফার করতে পারবেন।
৮. প্রতিজন কার্ড হোল্ডারের জন্য রয়েছে ২৫ ডলার বোনাস।
এখন আসুন, আমরা পেওনিয়ার মাস্টার ডেবিট কার্ডের জন্য আবেদন করার প্রক্রিয়া বিস্তারিত জেনে নেই।
কিভাবে পেওনিয়ার মাস্টারকার্ডের জন্যে আবেদন করবেন?
এর মত সহজ সাইন আপ পদ্ধতি আর নেই
আমি আপনাদেরকে আমার খুজে পাওয়া সবচেয়ে জনপ্রিয় ভিডিও ও সহজ সাইন আপের ভিডিও লিংক দিচ্ছি। আপনি চাইলে পুশ পেলে করে সাইআপ করতে পারবেন। এর মত সহজ আর কোন ভিডিও পাবেন না মনে হয়।
ভিডিও ওপেন করে আস্তে আস্তে নির্দেশনা মত সাইনআপ করেন। অবশ্যই কার্ড হাতে পাবেন।
আমি রহমান মশিযার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।