আজকে যারা আমরা ফ্রিতে মার্কেটিং করতেছি সেল ও পাচ্ছি কিন্তু এক সময় না এক সময় আমরা পেইড মার্কেটিং এ ধাপিত হবই সেটা নিজের অজান্তেই হউক বা না বুঝে হউক।কারণ টিস্পিরিং এর একটা মূল বিষয় হচ্ছে আপনি ভাল কোয়ালিটির
ডিজাইন আপলোড করলেই সেল আসবে না সেলের মূল বিষয় হচ্ছে মার্কেটিং। যেহেতু আপনার টিশার্ট টি ইএসএ লোকরা কিনবে সেই জন্যে আপনার ডিজাইনটা অবশ্যই তাদের দৃষ্টিগোচর করতে হবে। টিস্পিরিং এ হাজার হাজার মার্কেটার আছে তাদের ডিজাইন কোটি কোটি।ট্রিস্পিরিং আপনার ডিজাইন মার্কেটিং করবে বা অটো সেল আসবে সেটা আশা করা বুদ্ধিমানের কাজ না কারণ তাদের কাছে প্রতিদিন লক্ষ লক্ষ ডিজাইন জমা পরে। কার ডিজাইনটার মার্কেটিং করবে সেইটা জটিল একটা বিষয়। অনেক সময় আপনার ডিক্রিপশন ও ট্যাগ এস ই ও ফ্রেন্ডলি হলে সেল পেতে পারেন অটো তাও আবার বেশি না। তাই মূল কাজ হল ডিজাইন অপলোড করার পর আপনাকে নিজের টিশার্ট নিজেই মার্কেটিং করতে হবে। মার্কেটিং করলে অবশ্যই আপনার টিশার্ট সেল হবে কারণ ইউএসএর লোকরা সবচেয়ে বেশি ক্রয় করে টিশার্ট। তারা একটি টিশার্ট বেশিদিন ব্যবহার করেনা তারা সবসময় নিত্যনতুন ডিজাইনের টিশার্ট কিনতে ও ব্যবহার করতে পছন্দ করে। মার্কেটিং করেন অবশ্যই আপনার টিশার্ট সেল আসবে। মার্কেটিং দুই ধরনের পেইড আর ফ্রি তবে পেইড মার্কেটিং বেটার কারণ পেইড মার্কেটিং এ সরাসরি আপনি তাদের চাহিদা মোতাবেক আপনার টিশার্ট টি তাদের দৃষ্টিগোচর করতে পারবেন। কারণ আপনার শার্ট আপনাকেই প্রচার করতে হবে।কোটি কোটি ডিজাইনের মধ্যে আপনার শার্ট টি মার্কেটিং করার সময় টিস্পিরিং এর নাই। যখন আপনার টিশার্ট টি প্রচুর পরিমাণ সেল আসবে তখন টিস্পিরিং আপনার টিশার্ট টি ওদের ফ্রন্ট পেজে দেখাবে। মানে সব পরিশ্রম আপনার সফল ডিজাইন তারা ফ্রোন্ড পেজে স্থান দেয়। এটাই তাদের কাজ। পেইড মার্কেটিং করতে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে মাস্টার কার্ড। আপনার চাইলে সহজে পাওনিয়র মাস্টার কার্ড সাইনআপ করে পেইড মার্কেটিং এর প্রয়োজন মেটাতে পারেন। অনেকে হয়তো ভয় পাচ্ছেন কিভাবে মাস্টার কার্ড অনবেন। ভয়ের কিছু না। সঠিকভাবে সাইনআপ করলে ৮ থেকে 10 দিনের মধ্যে কার্ড হাতে পাবেন। গত কালকে আমাকে আমার এক বন্ধু মাস্টারকার্ড সাইন আপের একটা ভিডিও দিয়েছে। ওটা দেখে দেখে করতে পারবেন কিছুই না। নিচে দিয়ে দিচ্ছি
পরিশেষে বলতে চাই নিজের ব্যবসা নিজেই করতে হবে।তাই নিজের প্রচার নিজেই করতে হবে।
আমি রহমান মশিযার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।