বেশ কিছু দিন থেকেই উইন্ডোজ ১০ এ একটি সমস্যা দেখা দিচ্ছে আর তা হলো জিপি বা টেলিটক মডেম লাগালে কোন ডিভাইস খুজে পাচ্ছে না। এই সমস্যা মূলত উইন্ডোজ ১০ এর নতুন ক্রিয়েটোর আপডেট এ বেশী হচ্ছে। তো এরকম হলে সবাই মনে করতে পারেন যে আপনার সাধের মডেম বুঝি গেলো নষ্ট হয়ে। আসলে প্রব্লেম টা হলো আপনার উইন্ডোজ আপনার মোডেমের ড্রাইভার ইন্সটোল করতে পারেনা যে কারণে সে আপনার মডেম কে ডিটেক্ট করতে পারেনা। তো এই সমস্যার সমাধানের জন্য Mech Tech আপনাদের জন্য তৈরী করেছে একটি ভিডিও টিউটোরিয়াল কেননা যা যা করতে হবে তা এইখানে হাতে কলমে লিখে বোঝানো সম্ভব নয়। প্রব্লেম টি যে কারো হতে পারে তাই একটু ৫ মিনিট ব্যয় করে শিখে রাখুন যেনো প্রয়োজনে নিজের এবং অন্যদের এই সমস্যা হলে সমাধান দিতে পারেন।
বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন আমাকে।
টেকনলজি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে।
ইউটিউবে আমি
সবসময় থাকুন প্রযুক্তির সাথে এই কামনায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।