চোখ বন্ধ করে যে কারো বার্থডে বলে দিন আর হয়ে উঠেন জিনিয়াস (ভিডিও সহ)

আসসালামুওলাইকুম, কেমন আছেনন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।আজ থেকে নিয়মিত টিউন করব। টেকটিউনস থেকে এনেক কিছু শিখেছি এইবার চেষ্টা করব আপনাদের কিছু শেখানোর জন্য আর বেশি কথা বাড়াবো না সোজা টপিক এ চলে যাবো আর টপিকটা তহ টাইটেলে দেখছেন 😀 নতুন করে আর কি বলবো।তার পরও বলি,আজ আমি আপনাদের সায়েন্স ম্যাথমেটিক্স এর জাদু দেখাবো 😀 সারা জীবন তহ শুধু ম্যাথ করেই গেলেন আজ দেখবেন জাদু নিমেশেয় কারো বার্থডে বলে দিতে পারবেন কি ব্যাপারটা দারুন নাহ ? তহ চলেন শুরু করা যাক।

এটা শুধু তাদের বার্থডে অনুমান করা যাবে যাদের জন্ম হয়েছে ১৯৯৯ সাল এর আগে।

ধৈর্য্য হারা হবেন নাহ :(ভিডিও তে এনেক সহজ করে দেওয়া আছে ছোট্ট একটা ভিডিও)

ভিডিও টা দেখুন পানির থেকেও সহজ হবে 😀 😀

১। প্রথমে ১৮ যোগ করুন আপনার বার্থডে মাসের সাথে।

২।এইবার ২৫ দিয়ে গুন করেন।

৩।৩৩৩ বিয়োগ করেন

৪। ৮ দিয়ে গুন করেন।

৫.৫৫৪ বিয়োগ করুন

২ দিয়ে ভাগ

জন্ম দিন যোগ করেন

৫ দিয়ে গুন করেন

৬৯২ + করেন

২০ দিয়ে গুন করেন

জন্ম বছরের ২ টা ডিজিট যোগ করেন

৩২৯৪০ (-) করেন

আইবার যা পাবেন সেটা আপনার জন্মদিন কি এনেক ঝামেলা ?? ছোট্ট এই ভিডিটা দেখুন থাহলে পানির থেকেও সহজ হয়ে যাবে, আজ এই পর্যন্ত টেক সায়েন্স রিলেটেড কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ত্রাইব করতে ভুলবেন নাহ

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় Mehadi Hasan,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

    প্রিয় টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, আপনাকে অন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি গুরুতবপূর্ন ম্যাসেজটি জানানো্র জন্য। আমি ইতিমধ্যে আমার সকল তথ্য সাবমিট করেছি । দয়া করে চেক করুন এবং অবশ্যই আমাকে এই ম্যাসেজের রিপ্লাই দেওয়ার জন্য অন্তরিকভাবে অনুরোধ করছি ।

    ধন্যবাদ আপনাকে