কোন ড্রাইভার ইন্সটল করা ছাড়াই আপনার ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে দিবেন দেখে নিন…

আপনাদের অনেকেরই হয়তো ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে কিন্তু আপনি এইটা এনাবল করতে পারেন নি। বিষেশ করে যারা এইচপি ল্যাপ্টপ ব্যবহার করেন তারা হয়তো অনেক চেষ্টা করেও ফিংগার প্রিন্ট লক দিতে পারেন নাই। কারণ এর জন্য নতুন করে ড্রাইভার ইন্সটল দিতে হত। আমিও অনেক চেষ্টা করেছি দেবার কিন্তু কাজ করে নি। ভাবতাম যে আমার ফিনগার প্রিন্ট সেন্সর নষ্ট বুঝি। কিন্তু আসলে তা না। উইন্ডোজ ১০ ফিঙ্গার প্রিন্ট লক করার সিস্টেমটি কে অনেক সহজ করে দিয়েছে।

যা যা লাগবেঃ
১.ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
২.উইন্ডোজ ১০

শুরুতেই আপনার স্টার্ট মেনু তে যেয়ে সেটিংস এ ক্লিক করুন। এরপর accounts এ যান। এরপর সাইন ইন অপশন এ ক্লিক করুন। সেখান থেকে ফিঙ্গার প্রিন্ট সিলেক্ট করে আপনার আঙ্গুলটি ফিঙ্গার প্রিন্ট সেন্সর এর সামনে কয়েকবার সোয়াইপ করান। যদি বুঝতে না পেরে থাকেন তো নিচ থেকে দেখে নিন কিভাবে সেট করবেন আপনার ল্যাপ্টপে ফিঙ্গার প্রিন্ট লক। ডেক্সটপেও হবে কিন্তু ফিনগার প্রিন্ট রিডার আলাদা ভাবে কিনে নিতে হবে। মাত্র ২ মিনিটের ভিডিও মন দিয়ে দেখলেই বুঝে যাবেন আশা করি।

আজ তাহলে এই পর্যন্তই। ভিডিও টি ভালো লাগলে লাইক টিউমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল টি কারণ এরকম আরো ট্রিক্স নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব দরকারি পোস্ট কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সরের দাম কত প্লিজ আমাকে জানান আমার ফেসবুক আইডী https://www.facebook.com/omor4

    এটি আমার সঠিক জানা নাই। কাছের কোন কম্পিউটার বা ল্যাপ্টপের দোকানেই পেয়ে যাবেন আশা করি…ধন্যবাদ

আমার জানা মতে https://www.bdstall.com/biometrics-sensor/ এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পারেন। আমি নিজেও কিনেছিলাম এইখান থেকে ।