Selection প্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিম্নরূপ হারে বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন হবে:
(১) টেলিটক - বোর্ডের ফি ১৮৫/- টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১৪.৮০ টাকা = ১৯৯.৮০/- টাকা।
(২) শিওরক্যাশ - বোর্ডের ফি ১৮৫/- টাকা + শিওরক্যাশ সার্ভিস চার্জ ৩/- টাকা = ১৮৮/- টাকা।
(৩) রকেট - বোর্ডের ফি ১৮৫/- টাকা + রকেট সার্ভিস চার্জ ৪/- টাকা = ১৮৯/- টাকা।
SMS-এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে Selection-এর ফলাফল জানানো হবে
তাছাড়া ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকেও ফলাফল জানতে পারবেন !
যেসব শিক্ষার্থী কোন কলেজে/সমমান প্রতিষ্ঠানে Selection পাবে না- তাদেরকে পরবর্তী পর্যায়ের ফল প্রকাশ পর্যন্ত অর্থাৎ ১৩/০৬/২০১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তারা ৯ - ১০ জুন, ২০১৭ তারিখে অন-লাইনে তাদের আবেদনে অপশন পরিবর্তন ও কলেজ সংযোজন/বিয়োজন করতে পারবে।
তাছাড়া ভর্তির সংক্রান্ত বিস্তারিত Information জানতে এই (www.xiclassadmission.gov.bd) website টিতে visit করতে পারেন আর যদি টিউন সম্পর্কে কিছু বলার থাকে তাহলে নিচে comment করতে পারেন !
facebook এ আমাদের সাথে থাকতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
https://www.facebook.com/technicalrob...
WhatsApp এ আমাদের সাথে থাকতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
https://chat.whatsapp.com/IcNwJ3TORFQC675D5nyr5b
আমি মোঃ রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a techtuner