কিভাবে একটি পেজা একাউন্ট খুলবেন ? একাউন্ট খুলে শুরু করে দিন পেমেন্ট নেওয়া।অনলাইল ইনকাম।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বেশী কথা বলবো না, কারন আজ খুব সহজ একটি বিষয় নিয়ে কথা বলবো ! আমরা যারা অনলাইন পেমেন্ট নিতে এবং পেমেন্ট দিতে খুব ঝামেলায় পরে যাই, আমি তাদের জন্য বলছি।আমার এই ভিডিও টি দেখুন আশা করি আপনারা আর কোন দিন ঝামেলায় পরবেন না। যারা অন্যের একাউন্টে টাকা/ডলার ট্রান্সফার করেন, আর কোন দিন টাকা/$ ট্রান্সফার করা লাগবেনা। এখন আপনারা নিজেই নিজের একাউন্টে টাকা/ডলার আনতে পারবেন। বর্তমানে বিশ্বের ১৯৯ টি দেশে পেজা সাপোর্ট করে এমন কি আমাদের বাংলাদেশেও সাপোর্ট করে কারন পেজা এখন আপনার ঘরের পাসে (বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) পেজার পার্টনার। তাই একদম নিশ্চিন্তে একাউন্ট টি খুলতে পারবেন,সম্পূর্ন ফ্রিতে, আর একটি বিষয় বলতে চাই, আপনি চাইলে আপনার এই পেজা মাষ্টার কার্ড দিয়ে অনলাইন শপিং করতে পারবেন, এমন কি পেজা দিয়ে আপনার মোবাইলে Balance রিচার্জ করতে পারবেন। বাংলাদেশে এই প্রথম অনলাইন ব্যাংক পেজা, এই পেজা একাউন্টের আরো অনেক Facility আছে যা আমি বলে শেষ করতে পারবো না। তাই বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে,যারা একাউন্ট করবেন, অনলাইনে আর্ন করা ইচ্ছে আছে শুধু  তারা  আমার এই ভিডিও টি দেখে খুব সহজে একটি পেজা অনলাইন ব্যাংক একাউন্ট খুলে নিতে পারেন। আর যদি কোন প্রবলেম ফেজ করেন অবশ্যই আমাকে টিউমেন্ট করে জানাবেন।

যাদের কাছে আমার টিউনটা ভাল লেগেছে তারা লাইক, টিউমেন্ট করতে একদম ভুলবেন না যেন।

আমি আছি ফেইজবুকে 

Youtube Channel

 

Level 1

আমি রাসেল আহম্মেদ ইশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am an experienced and talented Advertising Consultant and Email Handling looking to be hired. I have the skills and educational background to complete your Advertising, Email Handling and Email Marketing jobs and projects. Throughout my career I have also worked as a Email Marketing Marketer and have good experience...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস