[রবি] ১৩৳ [১ জিবি]+৩০ দিনের ফেসবুক [Must See]

রবি গ্রাহকদের জন‍্য ননস্টপ ধামাকা অফার। রবির বর্তমানে অনেক গুলো অফার আছে যেগুলো অনেকেই​ জানেন। যারা এই অফার সম্পর্কে জানেন তাদের জন্য আমার এই টিউন না। যারা এখনও এই অফারের সমন্ধে জানেন না তাদের জন্যই​ শুধু আমার এই টিউন। ১৩৳ Recharge এ রবি গ্রাহকরা পাচ্ছেন ৩ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সাথে আরো পাচ্ছেন ৪৫ এম্বি এবং ৩০ দিনের ফেছবুক প‍্যাক। প্রথমেই বলে রাখি এটি সবাই পাবেন না। *৯৯৯# ডায়েল করে যদি নিচের মত দেখায় তাহলে আপনি পাবেন। আর যদি আমার দেয়া Screenshot এর মত কিছু না দেখতে পারেন তবে শুধু শুধু Recharge করবেন না।

প্রথমে *৯৯৯# ডায়াল করুন। নিচের মত আসলে "n" লিখে send করুন।

এবার যদি নিচের 4 এর মত আপনারও 13 tk Recharge-e 1GB* দেখায় তাহলে আপনি অবশ‍্যই পাবেন।

 আপনাকে শুধু ১৩৳ Recharge করতে হবে প্রথমে আপনি পাবেন ৪৫ এম্বি এবং ১৫-২০ মিনিট এর মধ‍্যেই আপনি ১ জিবি পেয়ে যাবেন যার মেয়াদ হবে ৩ দিন এবং এটি ২৪ ঘন্টাই ব‍্যবহার করতে পারবেন। আমি পেয়েছি তার Screanshots দেখেন।

আমি এপর্যন্ত ৩ বার নিয়েছি আজ আবার নিলাম।

Level 0

আমি ataur031। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস