বাংলালিংক সিমে ৩৩ টাকা রির্চাজ করে জিতে নিন ১টি 3G Handset ও ২০০ মেগাবাইট নিশ্চিত ফ্রি।

প্রথমে আমার সালাম নিবেন,আশা করি আপনারা সবাই ভালো আছেন,আমি ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকের টিউনটি হচ্চে বাংলালিংক সিমে ৩৩ টাকা রির্চাজ করে জিতে নিন ১টি 3G Handset ও ২০০ মেগাবাইট নিশ্চিত ফ্রি।আপনি যদি আপনার বাংলালিংক সিমে ৩৩ টাকা রির্চাজ করেন তাহলে নিশ্চিত ২০০ মেগাবাইট তো পাবেনই সাথে একটি আর্কষনিয় 3G Handset জিতে নেওয়ার সুযোগ রয়েছে। হ্যান্ডসেটটি জেতের জন্য আপনাকে যা যা করতে হবে তা নিচে বিস্তারিত দেওয়া হলো।

এখন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি ১০ মিনিটে প্রথম ৩৩ টাকা রিচার্জকারি জিতে নিতে পারো একটি 3G হ্যান্ডসেট . আরও আছে সবার জন্য ২০০ মেগাবাইট ইন্টারনেট। এই আকর্ষণীয় অফারটি পেতে এখনই রিচার্জ করো ৩৩ টাকা।

অফারটির বিস্তারিত

  • অফারটি বাংলালিংক প্রিপেইড এবং সি ও সিএসএস এর জন্য প্রযোজ্য।
  • প্রথম 10 টা মিনিটের মধ্যে 33 টেরাবাইটের রিচার্জারটি 3G স্মার্টফোনটি 10 ​​টা থেকে সন্ধ্যা 6 টায় বিজয়ী হবে।
  • সমস্ত 33TK rechargers বোনাস 200MB জয় হবে।
  • বোনাস 2 am থেকে 2 pm ব্যবহার করা যেতে পারে।
  • ইন্টারনেট বোনাস * 1২4 * 994 # এর মাধ্যমে চেক করা যায় বোনাস বৈধতা: 3 দিন।
  • প্রচারাভিযানের সময় 33 টাকার রিচার্জের পর ২4 ঘণ্টার মধ্যে গ্রাহকটি বিনামূল্যে 200 এমবি পাবেন।
  • বোনাস ফরওয়ার্ড করা যাবে না।
  • বোনাস ট্রাসেফ্রেবল নয়।
  • হ্যান্ডসেট বিজয়ীরা প্রচারাভিযানের সময় ২4 ঘন্টার মধ্যে >হ্যান্ডসেট সংগ্রহ প্রক্রিয়ার সাথে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবে।
  • প্রচারাভিযানের সময় গ্রাহক শুধুমাত্র একবার এক হ্যান্ডসেট এবং 200 এমবি জয় করতে সক্ষম হবে.
  • এটি একটি সীমিত সময়ের অফার,তাই দেরি না করে এখুনি রির্চাজ করুন।

তো আশা করি সবাই টিউনটি বুঝতে পেরেছেন, টিউনটি যদি আপনার কাছে ভালো লাগে ও অন্যের উপকারে আসবে বলে মনে করেন তাহলে অবশ্যই টিউনটি শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ সময় নিয়ে টিউনটি পোড়ার জন্য। ভালো থাকবেন সুস্হ থাকবেন,পরিবর্তে টিউনে আবার দেখা হবে।আল্লাহ হাফেজ।

Level 1

আমি মোঃ শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস