Cool Home Projects [পর্ব-০৬] :: মিনি পাওয়ার ফুল স্টোব বানাবেন যেভাবে ?

আজকে আমি দেখাব কিভাবে মিনি পাওয়ার ফুল স্টোব অথবা চুল্লি বানাবেন। প্রথমে জেনে নিন এটি কি কি কাজে ব্যবহার করতে পারবেন।  মূলত এটি তেল গরম,পুটিং গরম অথবা কেমিক্যাল জাতীয় অল্প পরিমানে গরম করার কাজে ব্যবহার করতে পারবেন। যেমন- ঠান্ডা লাগলে অথবা গলা ব্যাথা করলে আমরা সাধারণত রসুনের সাথে অল্প সরিষার তেল দিয়ে গরম করে মালিশ করে থাকি। এই তেল টা গরম করা খুব কষ্ট দায়ক। হাতের কাছে কিছু পাওয়া যায় না বলে আমরা এই ঘরোয়া চিকিৎসা গুলো করে থাকি না। যাই হোক দেখে নিনি কিভাবে বানাবেন।

যা দরকার হবে বানাতেঃ

একটি যে কোন ড্রিঙ্কস এর ক্যান অথবা শেভিং ফোমের কৌটা। আর মাঝারি সাইজের মোম। প্রথমে ফোমের কৌটার উপরিভাগ টা কেটে ফেলুন সুন্দর করে। এ কাজে টুলস হিসেবে প্লাস ব্যবহার করতে পারেন। এর পর ফোমের কৌটার নিচের দিক টার দিকে হাফ ইঞ্চি ফাঁকা রেখে ত্রিভুজ এর মত করে কাটুন। এই কাটা জায়গা দিয়ে  আপনি ছোট্ট ছোট্ট পাটখড়ির টুকরা অথাব অন্য যে কোন দাহ্য পদার্থ রাখতে পারেন। এ জামেলায় না যেতে চাইলে একটা মোম বাতি উপর দিয়ে ভিতরে রেখে জ্বালিয়ে দিন। এরপর উপরে কিছু রেখে দেখুন কতটা তাড়াতাড়ি আপনার বস্তুটি গরম হয়।

বানানোর জন্য ভিডিও এর হেল্প নিতে পারেনঃ

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।  শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

Level 0

আমি মোঃ সাইফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস