আমাদের মধ্যে এমন কেউ নেই যারা ছোটবেলায় চুম্বক নিয়ে ফাইজলামি করি নাই। কোন স্পিকার থেকে খুলে যাওয়া চুম্বক হাতে পড়লেই হত, ব্যাস ...... এখানে ওখানে চুম্বক চিপকানো শুরু হয়ে যেত। কেউ কেই আবার দূর থেকে ছুড়ে দিয়ে স্টিলের আলমিরা এবং ফ্রিজেও চিপকানোর চেষ্টা করেছি। কেউ কেউ আবার বেশি পাকনামি করে টিভি স্ক্রীনের সামনে ধরে টিভি কে রঙ চটা বানিয়ে ফেলতাম। সে জন্যে অবশ্য মোটা অঙ্কের একটা মাইর ও খেতে হত বাপের কাছে!!
আরেকটু বড় হয়ে স্কুলের বিজ্ঞান বই চম্বক সম্বন্ধে আরো বিস্তারিত যেনেছি। আর এখন ইলেক্ট্রনিক্স পড়তে গিয়ে এর উপরতো বিশদ জ্ঞ্যান রাখতে হচ্ছে। কারণ এর থাকে নাকি কি না কি রকম বলরেখা বের হয়, সেখানে নাকি আবেশ ঘটে। ইলক্ট্রিসিটির ফ্লো, কত শত সমীকরন আর সূত্র। উফফ্ আর ভাল্লাগেনা। এর চাইতে আমার ছোট বেলার বিটলামি গুলোকেই বেশি ভালো বলে মনে হয়।
যদিও ছোট বেলার বিটলামিগুলো নিছক আনন্দের জন্যে ছিল তবে সেই বিটলামিগুলো কিন্তু আমরা ছোট ছোট কাজে ব্যবহার করতে পারি। কিভাবে??
আসুন টিউনার বন্ধুরা কিছুক্ষনের জন্যে ফিরে যাই ছোট বেলায় -
বিভিন্ন খেলনা এমনকি মাঝে মাঝে রিমোট কন্ট্রোলের ব্যাটারি হোল্ডার থেকে ব্যাটারি বের করতে মাঝে অনেক বেগ পেতে হয় আমাদের। অনেক সময় ধস্তা ধস্তি করতে করতে কন্টাক্টের স্প্রিংটা খুলে যায় ফলে পুরো ডিভাইসটা মিস্ত্রিখানায় যাওয়ার আগ পর্যন্ত কেল্লাফতে। তবে ছোট্ট এক পিস ম্যাগনেট থাকলে খুব সহজেই এই ব্যাটারী খোলার কাজটি সম্পাদিত করা যেতে পারে।
অনেক কাজেই মাঝে মাঝে দেয়ালে আমাদের ড্রিল করা হয়। কখনো কখনো ড্রিল করতে গিয়ে আগে গাঁথানো স্ক্রু এর উপরে ড্রিল পড়ে যেতে পারে। ফলে ড্রিল তো হবেই না দেয়ালটার বারোটা বাজবে। আহামরি কোন কষ্টের কাজ নয়। ড্রিল করার আগে ছোট্ট একটা ম্যাগনেট ড্রিল করার যায়গাতে একটি চিপকে পরীক্ষা করে নিলেই হয়!
হোমোপোলার মটরের ব্যাপারে বিশদ কিছু বললাম না। অনেক এক্সপ্লানেশানের ব্যাপার চলে আসবে। কারো জানতে ইচ্ছা করলে লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন। তবে খুবই সহজে একটা ম্যাগনেট, একটা ব্যাটারি এবং এক পিস ওয়্যারের সাহায্যে 1000 rpm (revolution per minit) পাওয়া সম্ভব। এই ব্যাপারে আলাদা একটা পূর্ন টিউন করার ইচ্ছা আছে আমার।
খুবই সিম্পল বাট এক্সপ্লেইন করতে গেলে অনেক মজার মজার বিষয় চলে আসবে। যেন কেঁচো খুড়তে সাপ বেরিয়ে যাবে। তাই একটা চমক রাখছি টিউনার বন্ধুরা। এর উপরে বিশদ টিউন করার চিন্তা ভাবনা আছে আমার। চোখ রাখুন টেকটিউনসে ...........
কম্পাসের প্রয়োজনীয়তা তখনই বোঝা যায় যখন আপনি অচেনা যায়গাতে রাস্তা হারিয়ে ফেলেন। অথচ আমাদের অনেকের কাছেই কম্পাসে থাকে না। থাকার কথা ও না। তবে ছোট্ট এক পিস ম্যাগনেটকে পেন্ডুলামের মত ঝুলিয়ে দিয়ে কিন্তু কম্পাস হিসেবে ব্যবহার করা সম্ভব।
যেকোন ধরনের ছোট ছোট টিন অথবা চৌম্বকীয় পদার্থ ব্যবহার করে আপনি মজার মজার শো পিস রেডী করতে পারেন। এখানে মূলত ফেরোম্যাগনেটিক ইলিমেন্ট এবং ফেরোম্যাগনেট ব্যবহার করা হয়।
চিপস এবং বিস্কিট অর্ধেক প্যাকেট খাওয়ার পরে বাকীটা কিছুক্ষনের জন্যে মুড়ে রাখি। তারপরেও রক্ষা হয়না। কোন কোন ভাবে বাতাস ঠিক প্রবেশ করে। ছোট ছোট চুম্বক যদি এপাশ ওপাশ থেকে লাগিয়ে দেয়া যায়, তাহলেই তো কেল্লাফতে। কি মজার ট্রিকস না??
অনেক ল্যাপটপেই ম্যাগনেটিক স্লিপিং সুইচ থাকে যেখানে ছোট কোন চুম্বক রাখলেই ল্যাপটপ ঘুমিয়ে পড়ে আবার তা সরিয়ে নিলে চালু হয়ে যায়। ছবিতে দেয়া ম্যাকবুকের এই যায়গাতে সাধারানত এই সুইচ থাকে। তবে অন্যান্ন ল্যাপটপে অন্যান্ন জায়গাতে হতেই পারে।
সতর্কতা : হার্ডডিস্কের আশে পাশে ভূলেও ম্যাগনেট নিয়ে আসবেন না।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
আপনি না বললেন এই সম্পকে বিস্তারিত জানার জন্য কি একটা লিন্ক দিবেন Link টা কোথায়..?
চৌম্বকীয় ধর্মের বেশ কিছু সৃজনশীল ব্যবহার। বেশ কয়েকটি জানা ছিল কিন্তু এই টিউনটি নতুন করে ভাবতে শিখালো।
চমৎকার ও ব্যতিক্রম একটা টিউনের জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ।
(টিউনের ছবি গুলো অনেক সুন্দর ও স্পস্ট)