আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন নিশ্চয়ই ভাল। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।
আজকে আলোচনা করব উইন্ডোজ আপডেট ছাড়া যেভাবে Safe রাখবেন আপনার পিসিকে Wanna Cry Attack থেকে। এই টিউনটি হল যারা তাদের উইন্ডোজ সব সময় আপডেট দিতে চান না তাদের জন্য। তাহলে শুরু করা যাক।
প্রথমে Control panel বা Settings থেকে Programs and Features জান।
তারপর Turn Windows features on or off এ ক্লিক করুন।
সেখান থেকে SMB 1.0/CIFS File Sharing Support এর চেক বক্স তুলেনিন ok ক্লিক করুন।
পিসি restart করুন। এখন আপনার কম্পিউটার Safe আছে।
যদি টিউনটি ভাল লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
আর কোন সমস্যা হলে নিচে টিউমেন্ট করুন। 🙂
এই টিউনটি পূর্বে প্রকাশিত হয়েছে এই ফেসবুক পেজেঃ WOWTURN
তাই নতুন সব টিপস পেতে পেজে লাইক দিতে ভুলবেন না।
আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন খারাপ টিউমেন্ট করবেন না।
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন আর সাথে সাথে অন্যকে ভাল রাখার জন্য চেষ্টা করবেন এবং টেকটিউনসের সাথে থাকুন। খোদাহাফেজ 🙂
আমি ইমু আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
See the wanna cry ransomware video
https://youtu.be/BZtuvvmnbrA