আজকের পর্বে আমরা মনে রাখার আরেকটি সহজ পদ্ধতি শিখব যার নাম হচ্ছে Memory palace Technique।
এটি অসাধারণ একটি টেকনিক যা একবার শিখতে পারলে মনে রাখা আপনার জন্য হয়ে উঠবে মজার একটি কাজ।
আসুন তাহলে দেখে নেই কি এই পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমে, আপনার পরিচিত একটি স্থান কল্পনা করুন যার প্রতিটি জায়গা আপনি ভাল ভাবে চেনেন। যেমনঃআপনার বাসা।
এবার আপনার বাসার প্রতিটি জায়গাকে একের পর এক পর্যায়ক্রমে সাজিয়ে ফেলুন। যেমনঃ বাসায় ঢোকার পথে প্রথমে দরজা, তারপরে ড্রইং রুমের সোফা, বেড রুমের বেড এবং আলমারি, ডাইনিং রুমের টেবিল ও ফ্রিজ ইত্যাদি।
আপনার বাসায় এই জিনিসগুলোর অবস্থান আপনি চেষ্টা করলেও কখনো ভুলতে পারবেন না। এটা আপনার স্থায়ী মেমরি। এবার এই প্রতিটি জায়গায় যদি একটি করে ডাটা রাখা যেত তাহলে কি মজাই না হত। আর এটাই হচ্ছে ম্যাজিক। আপনার বাসার এই প্রতিটি জায়গায় ইচ্ছা করলেই আপনি একটি করে ডাটা ধরে রাখতে পারবেন আপনার মেমরিতে।
কিভাবে আপনার এই স্থায়ী মেমরির সাথে যুক্ত করে কোন ডাটা বা মুখস্থ করতে হবে এমন জিনিস ব্রেনে ধরে রাখবেন তা জানতে মনোযোগ দিয়ে তিন মিনিটের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। ভিডিওতে সুন্দর করে সম্পূর্ণ পদ্ধতি বুঝিয়ে দেয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। আশাকরি ভাল লাগবে।
মনে রাখার এই পদ্ধতিটি যদি আপনার ভাল লাগে তাহলে টিউমেন্ট করে জানাবেন। আর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল Learn with Hasan এ।
আগের টিউনে সহজে মনে রাখার আরেকটি উপায় দেখিয়েছিলাম। টিউন লিংকঃ সহজে মনে রাখার উপায় আমার পরবর্তী টিউন গুলোতে থাকছে মনে রাখার আরও অনেক মজার মজার টেকনিক। তাই সাথেই থাকুন। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
আমি মোঃ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub dorkari post