আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। অনেক দিন পর টিউন করতে আসলাম ...। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।
আজ আপনাদের জন্য তৈরী করে দেখাব, কিভাবে ব্লেড দিয়ে বানাবেন একটি পাওয়ারফুল মোবাইল চার্জার।বিশ্বাস হচ্ছে না??? এই টিউনটি দেখুন। আশা করি আপনারা যারা প্রযুক্তিপ্রেমি তাদের ব্যাস্ত জীবনে একটু হলেও কাজে দিবে এই ট্রিক্সটি।
আসুন শুরু করা যাক,
যা যা লাগবে:
ব্লেড
ম্যাচের কাঠি/ কাঠের স্টিক
OTG/USB ক্যাবল
ভিনেগার
শুরুতে OTG/USB ক্যাবল কেটে নিতে হবে এবং শুধু লাল ও কালো তার রেখে বাকি তারগুলো কেটে ফেলতে হবে।নিচের চিত্রের মত-
তারপর তারের সংযোগকৃত ব্লেডে ম্যাচের কাঠি/ কাঠের স্টিক নিচের মত লাগাতে হবে-
আশা করি লাগিয়েছেন, এবার এটি ভিনেগার বা নন-কনসেনট্রেড সালফিউরিক এসিডে ডুবাতে হবে।নিচের চিত্রের মত-
তৈরী হয়ে গেল ছোট্ট অসাধারন একটি পাওয়ারফুল মোবাইল চার্জার।বিশ্বাস হচ্ছে না??? খুব সহজ ব্যাপার, ভিডিওটি দেখলে আরোও ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওটি দেখতে- এখানে ক্লিক করুন
আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনার যদি একটি জিমেইল একাউন্ট খোলা থাকে দয়া করে ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।আপনার একটি শেয়ার আমার টিউনের অনুপ্রেরনা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আপনার সুন্দর জীবন কামনা করছি, আল্লাহ হাফেজ। সৌজন্যে ইউটিউব চ্যানেল: MR Saaf Ultimate Hacker
আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
nice post