কি করে গুগল ড্রাইভ কে আনলিমিটেড ফটো ও ভিডিওর স্টোরেজ বানাবেন টিউটোরিয়াল

আমি ৩ টি মুভি সাইট চালাই, আমার প্রতিদিন ১০-১২ জিবি আপলোড করা লাগে অনলাইন স্ট্রিমিং সাইট চালানোর জন্য। অনেকে ওপেন লোড সম্পর্কে জানেন সেটিও ফ্রি ভিডিও স্টোরেজ কিন্তু সমস্যা হল তারা অনেক অ্যাড দেই  ,স্ট্রিমিং ওতটা ফাস্ট নাহ এবং ডিএমসিএ রিপোর্ট পেলে অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দেই। এই জন্য গুগল হল সব থেকে সেফ ও আরামদায়ক জাইগা আপনার ছবি অথবা ভিডিও স্টোরেজের জন্য। গুগল সাধারণত ১০গিবি ফ্রি দিয়ে থাকে ড্রাইভে। কিন্তু একটি ছোট্ট কাজ করলেই আনলিমিটেড ফটো ও ভিডিও শেয়ার করতে পারবেন (অন্য কোন ডাটা পারবেন না)। আসুন দেখে নি ধাপে ধাপে কাজ।

১।  প্রথমে গুগলএ সাইনইন করুন

২। https://photos.google.com/ এ জান

.৩। এখানে ক্লিক করে সেটিংস জান

৪। স্টোরেজ আনলিমিড সিলেক্ট করুন একবং গুগল ড্রাইভ অপশনটি এক্টিভ করুন।

৫। কাজ শেষ এবার এখান থেকেই  আপলোড করুন ভিডিও ও ফটো, গুগল ড্রাইভ থেকে করবেন না।

গুগল ফটো থেকে আপলোড করুন এবং ভিডিও প্রোসেসিং হবার জন্য অপেক্ষা করুন। ভিডিও স্টোরেজের প্রমান

মজা নেন আনলিমিটেড স্টোরেজের ! পরের টিউনে বলব কম খরচ করে কিভাবে ১গিবি স্পীডে ডাউনলোড এবং আপলোড দিতে পারবেন। সে পর্যন্ত ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ 🙂

কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন 🙂

Level 0

আমি সাব্বির রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hobe to ati ki google drive a hobe mana cholbe?

ভাইয়া মনে হয় কাজ করবে না । ১৫ জিবি সর্বশেষ । তাছারা ডলার লাগে । 🙁

Amar kaj korse. Thanks. 🙂