বাজার থেকে অরজিনাল Product দেখে কিনুন নাহলে পরে ডুপ্লিকেট জিনিস কিনে আফসোস করবেন।

আপনি বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনার সময় কি দেখে কিনছেন? বাজারে ডুপ্লিকেট জিনিসের তো অভাব নেই। দাম ঠিকই দিচ্ছেন কিন্তু প্রোডাক্টটি যদি অরজিনাল না হয় তখন তো জিনিসটি কোনোভাবেই আপনি মেনে নিতে পারবেননা। তাই সচেতন হন প্রোডাক্ট কিনার সময় নিজে চেক করে যাচাই বাছাই করে কিনুন।

বন্ধুরা আমরা জানি প্রতিটি প্রোডাক্টেরই নির্দিষ্ট বার কোড থাকে এবং এই বার কোড চিক করে প্রোডাক্ট কিন্তু পারলে আপনি অরজিনাল প্রোডাক্টি নিজেই চিনে নিতে পারবেন। এখন কাজের কোথায় আসি আপনি কিভাবে এই বারকোডটি চেক করবেন? খুবই সহজ বন্ধুরা এর জন্য প্লেস্টোরে একটি এপপ্স রয়েছে BARCODE Scaner। প্রথমে প্লেস্টোরে গিয়ে এপপ্সটি ডাউনলোড করে ইনস্টল করবেন। এইবার এপপ্সটি ওপেন করবেন দেখেন স্ক্যান করার অপসন এসেছে অর্থাৎ এতে বারকোড স্ক্যান করা যাবে।

এখন ধরুন আপনি একটি বডি স্প্রে কিনতে বাজারে গেলেন দেখবেন পেকেট এর গায়ে হোয়াট একটা বারকোড দেয়া আছে। আপনি এপপ্সটি দিয়ে সেটি স্ক্যান করে ওয়েব সার্চ করবেন। এখন প্রোডাক্টটি অরজিনাল হলে সব ইনফো চলে আসবে আর ডুপ্লিকেট হলে কোনো ইনফরমেশনই শো করবেন।

বন্ধুরা যারা এখনো বুঝে উঠতে পারেননি নিচের ভিডিও লিংক আছে দেখে নিতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সাথেই শেয়ার করবেন ধন্যবাদ

Level New

আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আবদুল্লাহ আল মামুন,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

প্রথমেই sorry বলে নিচ্ছি!!! online থেকে একটি external VGA TV card কিনব। আমার মনিটর dell 17” led square (1280*1024) 60Hz. কোন ব্রান্ড বা মডেল এবং কোন website থেকে কিনলে ভাল হয়, daraz, ajkerdeal, or any others etc. thanks