গণিত নিয়ে মজার খেলা। প্রমান করুন ১+১=১ আর চমকে দিন সকলকে!

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সবার প্রতি ভালোবাসা রেখে আমার আজকের টিউন শুরু করতে যাচ্ছি।

গণিত, এমন একটা বিষয় যা আমাদের জীবনের সব কিছুর সাথেই সম্পর্কিত। এজন্য গণিতের প্রতি আমাদের ভালোবাসাও অনেক বেশি। এটি যেমন কিছু ক্ষেত্রে অনেক সহজ তেমনি এতে রয়েছে অনেক রহস্য। গণিত নিয়ে আছে অনেক মজার মজার কৌতুক,ধাঁধাঁ। আছে নানান ধরনের খেলা কিংবা মাইন্ড রিডিং গেম।

যাক, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের টিউনের মূল প্রসঙ্গে।

কেমন হয় যদি, প্রমান করতে পারেন ১ এর সাথে ১ যোগ করলে ১ হয়? ভাবছেন কীভাবে সম্ভব??

সম্ভব! চলুন আমার সাথে।

প্রথমে, আমরা ধরে নিচ্ছি,

x=y=1

তাহলে,

x=y

or, x^2=xy [উভয় পক্ষকে x দিয়ে গুন করে পাই]

or, x^2-y^2=xy-y^2[ উভয় পক্ষে -y^2 যোগ করে পাই]

or, (x+y)(x-y)=y(x-y)

or, x+y=y                 [উভয় পক্ষকে (x-y) দ্বারা ভাগ করে পাই]

or, 1+1=1             [মান গুলো বসিয়ে পাই]

সুতরাং প্রমাণিত হলো ১ সাথে ১ যোগ করলে ১ হয়!!

বিশেষ দ্রষ্টব্যঃ গণিতে এমনটি সম্ভব নয়। যদি না আমরা ভুল না করি। এখানেও একটা ট্রিক্স খুব সুক্ষ্ম ভাবে প্রয়োগ করা হয়েছে। কিন্তু ৯০% এর বেশি মানুষ এই ভুলটি ধরতে পারে না।

তাই, বন্ধুদের সাথে এটা প্রমান করে তাদের চোখকে কপালে তুলে দিতে পারেন!!

বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানান। ভালো লাগলে উৎসাহিত করবেন এই আশা রইল।

আজ এ পর্যন্তই। দেখা হবে। অন্য কোনো দিন। ভিন্ন কোনো টিউনে। সে পর্যন্ত খোদা হাফেজ।

ফেসবুকে আমি , মেইল করতে এখানে  ক্লিক করুন

 

Level 0

আমি ফরহাদ শিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছুই বুঝলাম না

    একটু ভালোভাবে খেয়াল করুন আশা করি বুঝতে পারবেন।
    আপনার টিউমেন্টের জন্য ধন্যবাদ।

প্রিয় ফরহাদ শিকদার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

আপনি x-y দিয়ে ভাগ করছেন কিন্তু x-y= 0
আর ০ দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না।
তাই আপনার পদ্ধতিটি সঠিক নয়।