বিসমিল্লাহির রাহমানির রাহীম
সবার প্রতি ভালোবাসা রেখে আমার আজকের টিউন শুরু করতে যাচ্ছি।
গণিত, এমন একটা বিষয় যা আমাদের জীবনের সব কিছুর সাথেই সম্পর্কিত। এজন্য গণিতের প্রতি আমাদের ভালোবাসাও অনেক বেশি। এটি যেমন কিছু ক্ষেত্রে অনেক সহজ তেমনি এতে রয়েছে অনেক রহস্য। গণিত নিয়ে আছে অনেক মজার মজার কৌতুক,ধাঁধাঁ। আছে নানান ধরনের খেলা কিংবা মাইন্ড রিডিং গেম।
যাক, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের টিউনের মূল প্রসঙ্গে।
কেমন হয় যদি, প্রমান করতে পারেন ১ এর সাথে ১ যোগ করলে ১ হয়? ভাবছেন কীভাবে সম্ভব??
সম্ভব! চলুন আমার সাথে।
প্রথমে, আমরা ধরে নিচ্ছি,
x=y=1
তাহলে,
x=y
or, x^2=xy [উভয় পক্ষকে x দিয়ে গুন করে পাই]
or, x^2-y^2=xy-y^2[ উভয় পক্ষে -y^2 যোগ করে পাই]
or, (x+y)(x-y)=y(x-y)
or, x+y=y [উভয় পক্ষকে (x-y) দ্বারা ভাগ করে পাই]
or, 1+1=1 [মান গুলো বসিয়ে পাই]
সুতরাং প্রমাণিত হলো ১ সাথে ১ যোগ করলে ১ হয়!!
বিশেষ দ্রষ্টব্যঃ গণিতে এমনটি সম্ভব নয়। যদি না আমরা ভুল না করি। এখানেও একটা ট্রিক্স খুব সুক্ষ্ম ভাবে প্রয়োগ করা হয়েছে। কিন্তু ৯০% এর বেশি মানুষ এই ভুলটি ধরতে পারে না।
তাই, বন্ধুদের সাথে এটা প্রমান করে তাদের চোখকে কপালে তুলে দিতে পারেন!!
বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানান। ভালো লাগলে উৎসাহিত করবেন এই আশা রইল।
আজ এ পর্যন্তই। দেখা হবে। অন্য কোনো দিন। ভিন্ন কোনো টিউনে। সে পর্যন্ত খোদা হাফেজ।
ফেসবুকে আমি , মেইল করতে এখানে ক্লিক করুন।
আমি ফরহাদ শিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছুই বুঝলাম না