ভাইরাস জনিত কারনে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে সার্চ অপশনটি হারিয়ে গেলে বেশ বিপাকে পরতে হয়। এর ফলে ফোল্ডারের মেনুতে সার্চ থাকলেও তা নিস্ক্রিয় অবস্থায় থাকে। এমতবস্থায় আপনার কম্পিউটারে ফাইল বা ফোল্ডার খোঁজার সুযোগ থাকে না। এ থেকে মুক্তি পেতে হলে রেজিষ্ট্রি এডিট করতে হবে। এজন্য রানে গিয়ে
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer /v NoFind /t REG_DWORD /d 0 /f
লিখে এন্টার করুন এবার কম্পিউটার রিস্টার্ট করুন। তাহলে সার্চ অপশন ফিরে আসবে। এতে কাজ না হলে রানে গিয়ে services.msc লিখে এন্টার করুন। এবার সার্ভিসেস থেকে Indexing Service নির্বাচন করে Stop করুন। এছাড়াও রানে গিয়ে regsvr32 urlmon.dll লিখে এন্টার করুন। এভাবে regsvr32 jscript.dll লিখে এবং regsvr32 wshom.ocx লিখে এন্টার করুন। By Wonderboy
আমি মোঃ মনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।