সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ আপনাদের সামনে এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেটা নিয়ে হয়তো অনেকেই এর আগে টিউন করেছেন। কিন্তু দরকারের সময় টিউন গুলো পাওয়া গেলেও হয়তো প্রসেস টা ঠিক মতো কাজ করে না। আর উইন্ডোজ ডীফেন্ডার একটিভেটর কে ডীলিট করে দেয় বলে দরকারের সময় পাওয়া যায় না। আমার নিজের ক্ষেত্রেও এমন হয়েছে অনেক বার। তাই আজ নিয়ে এলাম ১০০% কাজ করবে এমন একটি একটীভেটোর যা দিয়ে আপনি Windows 10 এবং Microsoft office একটীভ করে নিতে পারবেন এক ক্লিকে।
প্রথমেই এইখান থেকে ডাউনলোড করে নিন একটিভেটর টি। এরপর ফাইলটি আনজিপ করুন। KMSpico লিখা ফাইলটি ইন্সটোল করুন। ইন্সটল করা হয়ে গেলে C ড্রাইভে যান। সেখান থেকে Program files এ ক্লিক করেন। KMSpico লেখা ফোল্ডার টি তে ঢুকুন এবং kmspico এর উপর মাউস রেখে RUN as Administrator এ ক্লিক করুন। একটি উইন্ডো ওপেন হবে। লাল বাটোনে ক্লিক করুন। program complete বললে ক্লোজ করে দিন। ব্যাস হয়ে গেলো আপনার windows 10 and Microsoft office একটিভ। ভালো করে বুঝতে নিচের ভিডিও টী একবার দেখে নিতে পারেন। মাত্র তিন মিনিট দেখলেই বুঝে যাবেন কি করতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। এছাড়া আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। MY FACEBOOK ID। আর টিউন এর ব্যাপারে কোন পরামর্শ থাকলে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।
প্রিয় Misbah Mashu,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।