এবারে সারা বাংলাদেশে প্রায় ৭ লক্ষ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। SSC Result 2017 ২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ০৪ মে (বৃহস্পতিবার) দুপুর ২ টায় প্রকাশ করা হবে। ঐদিন সকাল ১০ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পর দুপুর সারে ১২ টায় শিক্ষা সন্ত্রনালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।
এখন কথা হল যে আমরা সকলে এর আগেই ফলাফল পাবার চেষ্টা করি। অনেকেই আবার সকাল ১০ টার সময় এস এম এস করে থাকে। আর করবেই না কেন সবাই তো একই আশায় বাস্ত থাকে যে কখন রেজাল্ট দেয়। চিন্তার কোন কারণ নেই - এই জন্য আমি তো আছি। আমি আপনাদের কিছু নিয়ম এবং সাইট দেবো যার মাধ্যমে হয়তো আপনারা নিদষ্ট সময়ের আগেই ফলাফল পেয়ে যাবেন। তো চলুন দেখেনিয় নিয়ম গুলো-
এস এম এস এর মাধ্যমে : এই টা অনেকের জানা আছে, যাদের জানা নাই বা যারা জানেন না তাদের জন্য।
এস এম এস এর মাধ্যমে: SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের সাল।
এস এম এস এর মাধ্যমে মাদ্রার্সা বোর্ডের জন্য:
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর <Space> রোল নম্বর <Space> পাশের সাল।
উপরের নিয়ম গুলো দিয়ে কোন কাজ না হলে এই বারে আসুন পরের নিয়মে। এখন আমি আপনাদের একটি ওয়েব সাইট এর লিংক দেবো এখান থেকে আপনারা পুরা প্রতিষ্ঠানেরে ফলাফল পেয়ে যাবেন। একটি কথা্ আগে বলে রাখি এই সাইটে সহজে ঢুকতে পারবেন না। আর যদি একবার ঢুকতে পারেন তাহলে আর বের হবেন না। আশা করি এখান থেকে আপনারা ফলাফল পাবেন।
আমি সাগর চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রিয় সাগর চন্দ্র শীল,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।