Drive Hide করুন কোন ধরনের Software ছাড়া। সবচেয়ে সহজ পদ্দতিতে।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমারা যারা কম্পিউটার ব্যবহার করি। আমাদের খুব জরুরী বা গোপন ফাইল থাকে যা অন্যরা দেখলে সমস্যা হতে পারে। তাই আমার অনেক সময় ফোল্ডার পাসওয়ার্ড লক করে রাখি। যারা একটু চালাক তারা ঐ সফটওয়্যারটা রিমুভ করে দেয় তারপর ঐ ফোল্ডারে আর পাসওয়ার্ড থাকে না।

আজ আমি এমন একটা পদ্দতি দেখাব যারা যারা আপনি একটা ড্রাইভ সবার কাছ থেকে হাইড করে রাখতে পারবেন। তাই যখন ড্রাইভই কেউ দেখল না তখন আপনার ফাইল এর নিরাপত্তা নিয়ে ভাবার কিছু নাই।

কিভাবে ড্রাইভ হাইড করবেন :

প্রথমে Run- CMD  ওপেন করুন তারপর diskpart লিখে এন্টার দিন। তারপর দেখবেন আরেকটা উইন্ডো ওপেন হবে।

নতুন উইন্ডোতে list volume লিখে এন্টার দিন এখন দেখবেন আপনার পার্টিশনগুলো সো করবে। এখন আপনি সিলেক্ট করুন কোন ড্রাইভটা আপনি হাইড করবেন। যদি আপনি F Drive হাইড করতে চান তাহলে select volume F লিখে এন্টার দিন। যদি অন্য ড্রাইভ হয়ে থাকে তাহলে F এর জায়গায় সেই ড্রাইভটা টাইপ করুন। এবার remove letter F লিখে এন্টার দিন। দেখবেন আপনার ড্রাইভ হাইড হয়ে গেছে।

কিভাবে আবার ড্রাইভ সো করবেন :

আবার Run- CMD  ওপেন করুন তারপর diskpart লিখে এন্টার দিন। তারপর দেখবেন আরেকটা উইন্ডো ওপেন হবে।

নতুন উইন্ডোতে list volume লিখে এন্টার দিন এখন দেখবেন আপনার পার্টিশনগুলো সো করবে। এবার assign letter F লিখে এন্টার দিন। দেখবেন আবার সেই ড্রাইভ সো করছে।

বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটা দেখুন।

IT Related বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও আপলোড করি আমার Era IT চ্যানেলে।

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

‌শেয়ার করার জন্য ধন্যবাদ

    আমি চেষ্টা করি সহজ উপায়ে সমস্যার সমাধান ও উপায় দেখানোর।ধন্যবাদ আপনাকে।আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।