ক্যাসপারস্কাই এন্টিভাইরাস ২০০৯ এর ১০০ দিনের অরিজিনাল লাইসেন্স কী – পুরা ফ্রি!

ফ্রী লাইসেন্স কী পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন

১. প্রথমে এখান থেকে ক্যাসপার স্কাই ২০০৯ ডাউনলোড করে নিন।

২. এবার কম্পিউটার শপারের এই প্রমোশনাল পাতায় যান।

৩. এবার পরের পাতায় এসে আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানেই আপনাকে চালাকিটা করেতে হবে। প্রথমেই খুব ভাল করে দেখুন ( টেক্সট বক্সের ডান পাশে ) আপনাকে নিচের যে কোন একটি প্রশ্ন করা হয়েছে কিনা।

Please enter the first word of the first step key -         Answer: GO
Please enter the first word of the third step key -       Answer: THE
Please enter the third word of fifth step key -              Answer: JOB
Please enter the fifth word of the third step key -       Answer: YOU
Please enter the third word of the second step key - Answer: PERSONAL
Please enter the fifth word of the sixth step key -       Answer: ACCOUNT
Please enter the first word of the fourth step key -     Answer: YOU
Please enter the fourth word of the fifth step key -     Answer: IS
Please enter the third word of the third step key -       Answer: SCREEN

যদি না করে থাকে তবে back বাটনে ক্লিক করে পিছনে যান এবং আবার সাবমিট দিন যতখন পর্যন্ত উপরের যে কোন একটি প্রশ্ন পান । আর উপরের যে কোন একটি প্রশ্ন আসলেই বক্সে সেই প্রশ্নের corresponding Answer টি লিখুন  এবং সাবমিট দিন।

kas1.jpg

4. ব্যস আপনার মেইল বক্সে পেযে যাবেন পুরো ১০০ দিনের লাইসেন্স কী। [SPAM mail চেক করবেন।]

kas4.jpg

kas2.jpg

ধর্য্য না হারিয়ে বার বার চেস্টা করুন আর ভাগ্য ভাল হলে প্রথম চান্সেই পেয়ে যেতে পারেন। দেরি কইরেন না কারণ অফারটা শেষ হইয়া গেলে পরে পস্তাইবেন। কে যানে এই রকম অফার আর পান কিনা??

তাহলে বন্ধুরা আর দেরি না করে এখনি নিয়ে নাও ১০০ দিনের বৈধ  লাইসেন্স কী - পুরা ফ্রি!

বিশেষ ধন্যবাদ প্রযুক্তিবিদ টিউনার কে। তার করা আগের একটি টিউন থেকে লেখা গুলো নিয়েছি এবং আমি শুধু INFORMATION গুলো UPDATE করেছি।

Level 0

আমি unleashed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কাসপারস্কি এন্টিভাইরাসের লাইসেন্স কী দেন।

Level 0

Thank you veryyyy much. Amar first time ei kaaj korse. Excellent tune 🙂

ডাউলোড করেছি এখন সেটাপ দিয়ে দেখি হয় কি না, পরে মন্তব্য করব।

Level 0

আমার আগেই download করা আছে 8.0.0.506 (41.3MB)……. এইটাতে কাজ করবে কি?

Level 2

লাইসেন্স কী তো পাইলাম। কিন্তু অ্যাকটিভেট হয় না।

ভাই অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। দারুন আপনার পরিশ্রম স্বার্থক।

আপনার মেইল অ্যাড্রেসটা দরকার। আমারটা
[email protected]

http://www.amaderpalash.co.cc

Level 0

ধন্যবাদ সবাইকে।
@rakib-bd ভাই, কি কারনে অ্যাকটিভেট হয় না সেটা বলেন। তাহলে হয়ত হেল্প করতে পারব।

@saka, হ্য ভাই কাজ করবে।

কৃতজ্ঞতা স্বীকার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ঐ টিউনের মূল উদ্দেশ্য ছিল মানুষকে সফটওয়্যার বৈধ ভাবে ব্যবহারে আগ্রহ করে তোলা। আর এই ফ্রি আফরের লাইসেন্স কী গুলো একদম বৈধ।

Level 0

গাাাাাাাাা

Level 0

@প্রযুক্তিবিদ
ভাই আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ। আপনার উদ্দেশ্য অবশ্যই সফল হবে।

অনেক ধন্যবাদ টিউনার ভাইকে, আমি প্রথম চেষ্টাতেই লাইসেন্স কী পেয়েছি!

Vi ai lekhata kemne favourite e save korte pari

pls janan

vai ami free 256 diner license paichi