কি ভাবে হাই রেজ্যুলুশন ভিডিও দেখবেন ইউটিউবে …

আমরা সাধারণত ইউটিউবে যে রেজ্যুলুশন ভিডিও দেখে থাকি তাহল - 320x240 Mono .
আপনি যদি এর থেকেও বেশি হাই রেজ্যুলুশন ভিডিও দেখতে চান তাহলে নিচের মত করলে চলবে।
মনে করুন আপনি যে ভিডিও দেখছেন তার লিংক হলো - http://www.youtube.com/watch?v=oI8h9Wf7LjU এবার আপনাকে যা করতে হবে তাহলো লিংকের সাথে আপনাকে নিচের যে কোন একটি কোড যোগ করতে হবে।
কোড গুলো -
* &fmt=6 এর রেজ্যুলুশন - 448x336, Flash 7 video @ 900Kbps; audio @ 44.1KHz 96Kbps Mono CBR.

* &fmt=18 এর রেজ্যুলুশন - 480x360, H.264 video @ 512Kbps; audio @ 44.1KHz 128Kbps Stereo.

* &fmt=22 এর রেজ্যুলুশন - 1280×720 (720p), H.264 video @ 1024Kbps; audio @ 44.1KHz 232Kbps Stereo.

torpon_1236787966_1-youtube_hd.jpg

কোড যোগ করার পর লিংকটি হবে এ রকম - http://www.youtube.com/watch?v=oI8h9Wf7LjU&fmt=22

আশা করি সবাই বুঝতে পেরেছেন...............................................

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পারলাম না ভাই……….

Level New

করলাম, কিন্তু হাই-রেজুলেশন হল কিনা বুঝলাম না, একই কোয়ালিটি দেখাচ্ছে

Level New

একটা কথা টিউনে লিখতে ভুলে গিয়েছিলাম তাহলো অরিজিন্যাল ভিডিওটি লো রেজ্যুলুশনের হয় তবে কোন পরিবর্তন দেখতে পারবেন না।

    এটাই আসল কথা। পাব্লিশার যদি লো কোয়ালিটি জিনিস দেয়, আপ্নিও পাবেন না এটাই স্বাভাবিক।

you tube HD/HQ অপশন এ ক্লিক করলে অরজিনাল ভিডিও পাওয়া যাবে