আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ইউটিউব ভিডিওর থাম্বনেল বানাবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। তো আসুন শুরু করা যাক -- প্রথমে এই সাইটে প্রবেশ করে আপনার থাম্বনেল এর লিখাগুলি ডাউনলোড করে নিন।
আপনার থাম্বনেল এর লিখাগুলি ডাউনলোড করা হয়ে গেলে আপনি যদি থাম্বনেলে কোনা ছবি ব্যবহার করতে চান তা নির্বাচন করুন অথবা গুগল থেকে ডাউনলোড করে নিন। এবার আপনি আপনার Background image নির্বাচন করে, তা পিসির paint নামক editor দিয়ে ওপেন করুন। paint নামক editor সকল পিসিতেই থাকে। এখন নিচের ভিডিওটি দেখে ধাপে ধাপে বাকি কাজগুলো সম্পূর্ণ করুন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
সবাই, টেকটিউনস এর সাথে থাকুন, প্রযুক্তির সাথে থাকুন। মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা। সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য। কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ
আমি রিয়াদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।