বন্ধুরা, মুভি নামানোর জন্য টর্রেন্ট ব্যবহার করিনি এমন মানুষ হয়তো কমই আছে যারা মুভি ভালোবাসে। মুভি লাভারদের জন্য আজকের টিউনটি আশা করি অনেক আনন্দের হবে। মুভি দেখতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। নতুন কোনো মুভি আসার পর টর্রেন্ট এ গিয়ে ডাউনলোড লিংক খুঁজি সো এখন আর কষ্ট করে টর্রেন্ট এ গিয়ে ডাউনলোড লিংক খুঁজতে হবেনা। কারণ আপনি ডাউনলোড ছাড়াই এখন টরেন্ট থেকে নতুন নতুন ফুল HD মুভি দেখতে পারবেন।
এখন কথা হলো কিভাবে দেখবো? আগে বলে দেই আপনি মুভি শুধু মোবাইল থেকেই দেখতে পারবেন পুরা ডাউনলোড করলে যেমন ঠিক ঐরকম ভাবে। কিন্তু এর জন্য একটি এপপ্স ইনস্টল করা লাগবে প্লেস্টোর থেকে যার নাম হলো বিট এক্স টর্রেন্ট। এই এপপ্স এর মাধ্যমে সার্চ করে মুভির শুধু লিংকটি নিয়ে নিবেন। তারপর ২/3 মিনিট এর বাফারিং শেষে সুন্দর মতো দেখতে পারবেন। মোবাইল রুট লাগবেনা আগেই বলে দিচ্ছি খুবই ইউসার ফ্রেন্ডলি একটি এপপ্স। চলুন ভিডিও তে দেখি কিভাবে ডাউনলোড ছাড়া মুভি দেখবো টর্রেন্ট এর মাধ্যমে [ প্রমানস্বরূপ ]
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor post