এই পদ্ধতিতে আপনি আপনার সাইটটি একদম ফ্রি হোস্ট করতে পারেন। ফ্রি বলে ভেবেন্না কোন আউল-ফাউল এড-টেড আসবে। আপনি আপনার স্ট্যাটিক সাইটটি অনাআসে হোস্ট করতে পারবেন, এবং গতি নিয়ে কিছু বললাম ই না। কিন্তু এইটি ওয়ার্ডপ্রেস বা অন্ন কোন ডাইনামিক সাইট এর জন্য প্রযোজ্য হবেনা আপনার একটি নিজস্ব ডোমেইন থাকলে আপনি সেটি ব্যবহার করতে পারেন অন্যথায় সাব ডমেইন ত আছেই।
ওরা একটু সময় নিয়ে দিপ্লয় করবে তারপর আপনাকে একটি লিংক দিবে যেখানে আপনি আপনার সাইট তি পাবেন।আপনি যদি চান আপনি আপনার কাস্টম ডোমেইনটাও ব্যবহার করতে পারেন লিকে জদু.কম, কদু.কম ইত্যাদি শুধু তাদের দেওয়া ডিএনএস রেকর্ড তি আপনার ডমেইন এ সেট করে দিলেই হবে।
আমি Ramin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No My SQL database support,
Not good for WordPress.