হ্যালো সবাই কেমন আছেন?? টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন কি নিয়ে কথা বলব। অনেকে গ্রামারলি সম্পর্কে জানেন। Grammarly এর ফ্রি ভার্সন রয়েছে কিন্তু ওখানে ছোটখাট ভুল গুলো ধরে শুধুমাত্র। আপনি যদি এডভান্সড ভুল গুলো কারেকশন করতে চান তাহলে প্রিমিয়াম এর বিকল্প নাই। এইটা আপনি চাইলে কিনতে পারেন কিন্তু যদি কিনতে না চান ফ্রিতে Grammarly Premium ব্যবহার করতে চান তাহলে এই টিউন টা ফলো করতে পারেন।
অনেকে জানেন গ্রামারলি কি এবং কতটা উপকারি টুলস ইংরেজি লিখার জন্য। এই টুল টা প্রতিদিন ইউস করতে হয়। কারণ আমি ইংলিশ রাইটিং তেমন ভাল না। এটা আমাকে অনেক সাহায্য করে ইংরেজি ভুল গুলো ধরিয়ে দিয়ে। নতুন যারা গ্রামারলি সম্পর্কে জানেন না তারা নিশ্চয় বুঝতে গেছেন। এইটা দিয়ে আপনি আপনার ইংলিশ রাইটিং লেভেল একধাপ এগিয়ে নিতে পারেন।
এইটা আপনি বর্তমানে চারটি ব্রাউজারে সাপোর্ট করে ফায়ারফক্স, ক্রোম,সাফারি এবং ইন্টারনেট এক্সফ্লোরার। এইটা মাইক্রোসফট অফিসে ও ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে কি করবেন।
তো এইবার নিচের ডাউনলোড লিংক গুলো থেকে আপনি যে ব্রাউজার ইউস করেন সেই ব্রাউজার এর এক্সটেনশন অথবা এডঅন্স টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করতে গেলে নিচের মত আসবে Get Grammarly তে ক্লিক করুনঃ
তারপর পর নিচের মতে আসবে এড টু ক্রোম অথবা আপনি যে ব্রাউজার ইউস করেন।
তারপর নিচের মত উইন্ডো আসবে এখানে আপনার ডিটেলস দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করুন অথবা ফেইসবুক দিয়ে ও সাইন আফ করতে পারবেন। আগে অবশ্যই এডঅন্স ডাউনলোড করতে হবে না হলে এই পেইজটা আসবে না।
এইবার দেখে নি এটি আপনাকে কিভাবে সাহায্য করবে?
প্রথম সাইন আপ করার সাথে সাথে এক সপ্তাহের জন্য প্রিমিয়াম ফ্রিতে পেয়ে যাবেন এইবার আপনি আপনার রেফেরাল লিংক থেকে নিজেই নিজের রেফেরাল সাইনআপ করতে থাকেন। প্রতি সাইন আপে এক সপ্তাহের জন্য ফ্রি প্রিমিয়াম পাবে যত বেশি সাইন আপ করবেন তত বেশি বোনাস পাবেন।
লিখিত টিউন না বুঝতে পারলে নিচের ভিডিও টিউটরিয়ালটি দেখতে পারেন। আর টেক রিলেটেড নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
ধন্যবাদ ভাল থাকবেন।
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।