Torrent!! ডাউনলোড ছাড়া টরেন্ট থেকে নতুন নতুন মুভি দেখুন ঠিক ইউটিউব এর মতো

বন্ধুরা, কম বেশি সবাই আমরা টর্রেন্ট ব্যবহার করি নতুন HD মুভিগুলা নামানোর জন্য। কারণ আমরা জানি মুভি ডাউনলোড করার জন্য টর্রেন্ট একটি বস জিনিস। কিন্তু আমরা কি জানি এই টর্রেন্ট দিয়ে মুভি নামানো ছাড়াও ইউটিউব এর মতো প্লে করে দেখা যায়? হা বন্ধুরা আজকের টিউনটি হচ্ছে কিভাবে টর্রেন্ট থেকে মুভি ডাউনলোড না করে দেখতে পারবেন।

বন্ধুরা সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে আপনাকে একটি এপপ্স ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে bitx Torrent প্লেয়ার। আপনারা প্লেস্টোরে সার্চ করলেই এই এপপ্সটি পাবেন। তারপর সেটি ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে bitx টর্রেন্ট থেকে মুভির টর্রেন্ট লিংকটি সার্চ করবেন।

অর্থাৎ মুভির নাম লিখে টর্রেন্ট লিংক সার্চ করবেন যেই মুভিটি আপনি দেখতে চান।তারপর এটি ২ থেকে ৩ মিনিট এর মতো সময় নিবে ইনস্টল + বাফারিং এর জন্য। বাফারিং হয়ে যাওয়ার পরই ঠিক ইউটিউব এর মতো মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন একদম HD কোয়ালিটি তে। কি বন্ধুরা বিশ্বাস হচ্ছেনা। যদি এখনো মনে সন্দেহ থাকে উপরের ভিডিওটি দেখে প্রমান নিয়ে নিন।আর কোনো কিছু জানার থাকলে টিউনমেন্ট করে জানাবেন।ধন্যবাদ

Level New

আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস