আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ একটা খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় এমন প্রয়োজন হয় যে আপনার মোবাইকে কম্পিউটারের মাধ্যমে চালাতে হয়। তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিন কিভাবে তা করতে হয়। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে ভিডিও লিংক দেওয়া আছে। ভিডিওতে পরিস্কার ভাবে দেখানো হয়েছে। ইচ্ছা করলে দেখে নিতে পারেন।
প্রথমে আপনার Google Chrome ব্রাউজার ডাউনলোড করে নিন যাদের এই ব্রাউজার নাই। তার পর Google CHrome ব্রাউজারের Extension এ Vysor নামে একটা এক্সটেনশন ডাউনলোড ও ইন্সষ্টল করে নিন।
তারপর আপনার পিসিতে ADB Driver Install করে নিতে হবে। যদি আপনি উইন্ডোজ ১০ ব্যবহার করে তাহলে universial ADB Driver নামে একটা সফওয়্যার ইন্সল করে নিন। আর যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন Adb Driver installer নামে ড্রাইভার ইন্সষ্টল করে নিন। নিচে ভিডিওটার ডেসক্রিপশনে ইউআরএল দেওয়া আছে।
এখন আপনার মোবাইল কনফিগারেশন করতে হবে। আপনার মোবাইলের settings - About Device - software info - Build Number। Build Number এ ৩/৪ টা ক্লিক করলে Develper option on হবে। তার পর আপনার মোবাইল আপনার পিসির সাথে কানেক্ট করেন এবং গুগুল ক্রোমো ব্রাউজার ওপেন করেন এবং দেখেন Vysor নামে একটা এপ তৈরী হয়েছে। এখানে ক্লিক করলে আপনি এখন আপনার মোবাইলকে পিসি থেকে চালান।
ভিডিও দেখুন এখানেই
এটা আমার নতুন আইটি রিলেটেড ইউটিউব চ্যানেল। আপনাদের অনুপ্রেরনায় আমি এগিয়ে যেতে পারব এবং ভাল ভাল ভিডিও তৈরী করতে উৎসাহ পাব। তাই আমার চ্যানেটায় একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো শেয়ার করবেন প্লিজ। এটা আমার বিশেষ রিকুয়েষ্ট।
আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :
Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।
Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে
Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।
Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !
Best 06 Command Prompt (CMD) Tricks। যা অনেকরই অজানা।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor video