আপনার Mobile কে Computer থেকে চালাবেন যেভাবে। সহজ উপায়।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ একটা খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় এমন প্রয়োজন হয় যে আপনার মোবাইকে কম্পিউটারের মাধ্যমে চালাতে হয়। তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিন কিভাবে তা করতে হয়।  আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে ভিডিও লিংক দেওয়া আছে। ভিডিওতে পরিস্কার ভাবে দেখানো হয়েছে। ইচ্ছা করলে দেখে নিতে পারেন।

স্টেপ - ০১ :

প্রথমে আপনার Google Chrome ব্রাউজার ডাউনলোড করে নিন যাদের এই ব্রাউজার নাই। তার পর Google CHrome ব্রাউজারের Extension  এ Vysor নামে একটা এক্সটেনশন ডাউনলোড ও ইন্সষ্টল করে নিন।

স্টেপ - ০২

তারপর আপনার পিসিতে ADB Driver Install  করে নিতে হবে। যদি আপনি উইন্ডোজ ১০ ব্যবহার করে তাহলে universial ADB Driver নামে একটা সফওয়্যার ইন্সল করে নিন। আর যদি উইন্ডোজ ৭ ব্যবহার করেন Adb Driver installer  নামে ড্রাইভার ইন্সষ্টল করে নিন। নিচে ভিডিওটার ডেসক্রিপশনে ইউআরএল দেওয়া আছে।

স্টেপ - ০৩

এখন আপনার মোবাইল কনফিগারেশন করতে হবে। আপনার মোবাইলের settings - About Device - software info - Build Number।  Build Number  এ ৩/৪ টা ক্লিক করলে Develper option on হবে। তার পর আপনার মোবাইল আপনার পিসির সাথে কানেক্ট করেন এবং গুগুল ক্রোমো ব্রাউজার ওপেন করেন এবং দেখেন Vysor নামে একটা এপ তৈরী হয়েছে। এখানে ক্লিক করলে আপনি এখন আপনার মোবাইলকে পিসি থেকে চালান।

How Control Mobile From Computer

ভিডিও দেখুন এখানেই

এটা আমার নতুন আইটি রিলেটেড ইউটিউব চ্যানেল। আপনাদের অনুপ্রেরনায় আমি এগিয়ে যেতে পারব এবং ভাল ভাল ভিডিও তৈরী করতে উৎসাহ পাব। তাই আমার চ্যানেটায় একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো শেয়ার করবেন প্লিজ। এটা আমার বিশেষ রিকুয়েষ্ট।

আমার YouTube চ্যানেল

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

Best 06 Command Prompt (CMD) Tricks। যা অনেকরই অজানা।

Google এর ১০ টি মজার বিষয় জেনে নিন। যা আপনার ও জানার দরকার।

Windows 10/7/8 এর Password Reset করুন সহজ পদ্দতিতে।

Android OS কে কিভাবে চালাবেন আপনার Desktop বা Laptop এ

কিভাবে কম্পিউটারের Right Click Menu তে আপনার ইচ্ছামত Application Add করবেন।

আপনার Mobile কে Computer থেকে চালাবেন যেভাবে। সহজ উপায়।

কয়েকটি সহজ উপায়ে Computer/Laptop কে Fast করে নিন।

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ আপনাকে। প্রথম প্রথম ভিডিওতে একটু সমস্যা থাকলেও আস্তে আস্তে ভাল মানের ভিডিও আপলোড করব। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।

amake ektu help koren bhai. amar laptop e jodi windows 10 install kori tahole ami amar laptop e wi-fi adapter software install hoyna. kibhabe install hobe jante pari.

Router na wifi adapter software

কোন কোম্পানীর এডাপ্টার? যে কোম্পানীর হোক তার নাম লিখে গুগুলে সার্চ করেন েএবং যদি ইন্সষ্টল না হয় তাহলে দেখে নিন আপনার পিসি কি ৩২ বা ৬৪ বিট তা দেখে নিন। তাও যদি না হয় উেইন্ডোজ আপডেট দেন তার পর আপনার ইন্সষ্টল করুন দেখেন হয়ে যাবে।

nice post.
Interneter maddhome connect korar kono way ache naki? thakle janaben.

Thank you so much. Internet ar Maddomha o connect kortha parben. I will make a video with this topics. please stay with Era IT Channel.