একের পর এক ভাল ভাল ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউ পাচ্ছেন না, তাহলে এদিকে আসুন। ইউটিউবার দের জন্য মেগা টিউন

সবাইকে শুভেচ্ছা, আশাকরি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক ভাল আছি বর্তমানে বাংলাদেশ এ অনলাইন ইনকাম এর যে কয়েকটি মাধ্যম সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে ইউটিউব ভিডিও আডসেন্স থেকে ইনকাম করাটা সবচেয়ে জনপ্রিয়। এছাড়া ছিপিএ মার্কেটিং ও টিস্প্রিং ও জনপ্রিয়তার তুঙ্গে আছে। এবং এই দুই মাধ্যমের সাথেও যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সম্পর্ক আছে, সেহেতু ইউটিউব এর সাথেও সম্পর্ক আছে।

তো আমরা অনেকে ভাল ভাল ভিডিও বানাচ্ছি নিয়মিত কিন্তু ভিউ পাচ্ছি না, কেন ভিউ পাচ্ছি না। কারন আমরা যদি শুধু ভিডিও বানিএ আমাদের দায়িত্ব শেষ করে দেই, তাহলে তো হবে না। বরতমানে ইউটিউব এসইও এ অনেক প্রতিযোগিতা। তাই আমাদের খুব ভাল করে আমাদের ভিডিও এর অন ও অফ পেজ খুব ভাল করে অপটিমাইজ করতে হবে। এর কোন বিকল্প নেই। চলুন দেখি যে ১০ টি আমাদের অবশ্যই পালনীয় ভিডিও আপলোড করার আগে ঃ

১. ভিডিও ফাইল নেম অবশ্যই আপনার ভিডিওর টাইটেল এর নামে সেভ করে রাখবেন

২. ভিডিও এর দৈর্ঘ্য কম করে জেন ৫ মিনিট হয়

৩. যখন ট্যাগ দিবেন তখন কয়েকটি কম্পিটিটর চ্যানেল এর নাম ট্যাগ হিসেবে দিবেন

৪. ভিডিও তে Annotations ব্যবহার করা

৫. Description অবশ্যই ২০০-২৫০ word এর নিচে হবে না

৬. পারলে সাবটাইটেল ব্যবহার করবেন

৭. কাস্টম Thumbnail ব্যবহার করা

৮. প্রথমে আপনার ভিডিও তে কিছু ভিউ নিএ আসা বাহিরে থেকে

৯. Quora.com / yahoo question এ vidio এর মার্কেটিং করা

১০. আপনার  টাইটেল এর প্রথম টা শুরু করবেন ভিডিও কিওয়ার্ড দিয়ে

আর ভাল সিক্রেট ও কার্যকরী টিপস পেতে চাইলে এখানে দেখুন

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।