বাংলালিংক ফ্রি নেট! দিন-রাত ২৪ ঘন্টা @ ফুল স্পিড! (এন্ড্রয়েড এবং পিসি)

ফ্রি নেট! বাইরের দেশে অবশ্যই পুরো দেশব্যাপী ফ্রি নেট বা ফ্রি ওয়াই ফাই অলরেডি চালু হয়ে গেছে। বাংলাদেশেও নির্দিষ্ট কিছু জায়গায়ও ফ্রি ওয়াইফাই কানেক্টশন দেওয়া হয়েছে বটে তবে অনেক পাবলিক চালায় বলে কেউ ই ভালো স্পিড পায় না! একবার চিন্তা করে দেখুন,

আপনার বাসায় রেডিমেট ফ্রি নেট দেওয়া হলে কি হবে? সারাদিন ডাউনলোড? গেমস? মুভি স্ট্রিমিং? অনলাইন আউটসোর্সি? কত কিছু! আর চিন্তা নয়! এবার বাস্তবেই ফ্রি নেট কানেক্টশন দিবো! খরচ? আপনার কারেক্ট এর বিলটুকু আমি দিতে পারবো না সেটা শুধু আপনাকে বহন করতে হবে! হাহাহা।

আর টেকটিউনসে কবে যে ৫ বছর পার করে ফেললাম তা টেরই পেলাম না! হুম! তবে সময়ের পরিবর্তনে টেকটিউনসেও এসেছে ব্যাপক পরিবর্তন, এদের মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ...

যাই হোক এবার টিউনে আসি...

বি:দ্র:

  • > ফ্রি নেট নিয়ে কোনো ভরসা নেই, দেখা গেল এই টিউন করার ৩০ মিনিটের মধ্যেই এই পদ্ধতিটা বন্ধ করে দিতে পারে বাংলালিংক কর্তৃপক্ষ, তাই যারা টিউন প্রকাশের ৩/৪ দিন পর ট্রাই করে দেখলেন যে কাজ করে না তখন আবার আমাকে গালাগালি দেবার সুযোগ নেই।
  • > এই টিপস গুলো আমার নিজের আবিস্কার না, অন্য সাইট থেকে আইডিয়াটা নেওয়া কিন্তু আমি আমার মতো করে সাজিয়ে মডিফাইড করে টিউন করছি
  • > আর এই টিউনে যে দুটি সফটওয়্যার দেওয়া হবে সেগুলো আপনার কাছে সেভ করে রেখে দিবেন, কারণ ভবিষ্যৎতে অন্যান্য অপারেটরের ফ্রি নেট চালাতে হলেও এই দুটি সফটওয়্যার আপনার প্রয়োজন হবে।
  • > এন্ড্রয়েড কিংবা পিসি, যেখানেই আপনি নেট ব্যবহার করেন না কেন এই টিক্স এর জন্য আপনার একটি এন্ড্রয়েড ডিভাইসের প্রয়োজন হবে। এন্ড্রয়েড সেটটি রুটেট হলে খুউব ভালো হয়! না হলেও চলবে তবে আপনার ঝামেলা হবে বেশি আর কি!

ধাপসমূহঃ

নন রুটেট / রুটেট এন্ড্রয়েড এর জন্যঃ

যা যা প্রয়োজনঃ

  • > Psiphon3 এপপটি ইন্সটল করে নিন। এবার চালু করুন
  • > একটি কনফিগারেশন মেনু আসবে। এখানে Proxy Type ঘরে REAL PROXY অপশনটি নির্বাচন করে নিন।

  • > আর Proxy Server ঘরে নিচের ঠিকানাটি কপি পেস্ট করে নিন:
  • filter.ncnd.banglalink.com.bd/nc
  • > আর নিচের দিকে দেখবেন Real Proxy Server অপশন ঘর রয়েছে, সেখানেও একই ঠিকানা কপি পেস্ট করে নিন:

লক্ষ্য রাখবেন filter.ncnd.banglalink.com.bd/nc এই ঠিকানাটি যেন Real Proxy Server এবং Proxy Server এই দুটি ঘরেই যেন দেওয়া থাকে, না হলে কাজ করবে না।

  • > এবার ওকে বাটনে প্রেস করুন। দেখবেন আপনাকে একটা পপ আপ শো করাচ্ছে।

“Tunnel In Whole Device!!”

” TUNNEL WHOLE DEVICE ” এ ক্লিক করুন.

  • > এবার অপশন মেনু তে যান, আর সার্ভার লিষ্ট থেকে United States সার্ভারটি সিলেক্ট করুন, অনান্য সার্ভারে চলবে না অথবা লিমিট থাকতে পারে:

  • > কিছুক্ষণ অপেক্ষা করুন (১-২ মিনিট), কানেক্ট হবে.

  • > কানেক্ট হয়ে গেলে এবার নিশ্চিন্তে ব্যবহার করুন। ইউটিউব, গুগল প্লে স্টোর এবং ডাউনলোড শুরু করে দিন।

  • > কানেক্ট হলে মাঝের লাল রংয়ের P লেখাটি নীল রংয়ে পরিবর্তিত হবে আর স্ক্রিণের উপরে একটি চাবির চিহ্ন উঠবে
দেখুন আমার স্পিড!! ১ ঘন্টায় দুই গিগাবাইট নামানো যাচ্ছে!

কম্পিউটারের জন্যঃ

উপরে দেখানে নিয়মে এন্ড্রয়েড সেটে বাংলালিংক ফ্রি নেট একটিভ করে নিন। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • > প্রথমে আপনার পিসির জন্য পিডিএ নেট সফটওয়্যার টি ডাউনলোড করে নিন >>> এই লিংক থেকে ডাউনলোড করে নিন <<<
  • > পিসিতে পিডিএ নেট সফটওয়্যারটি ইন্সটল দিয়ে আপনার এন্ড্রয়েড সেটটির USB Debug মোডটি চালু করে নিন।

  • > আপনার সেটে একসেস চাইলে একসেস ওকে করে দিন।
  • > এবার দেখুন আপনার সেটে একটি এপপ ইন্সটল করা হয়েছে। সেটিকে আনইন্সটল দিন।

USB Tether অপশনে ক্লিক করুন যদি আপনি ক্যাবল দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে চান অথবা Bluetooth Server অপশনে ক্লিক করুন যদি বুটুথ দিয়ে নেট চালাতে চান কিংবা ওয়াইফাই দিয়ে আপনার বাসার যাবতীয় ডিভাইসগুলোকে চালানো জন্য Activate WiFi Hotspot অপশনে ক্লিক করুন।

  • > USB ক্যাবল দিয়ে আপনি কানেক্ট করার পর পিডিএ এর পিসি এপপ এ গিয়ে Connect Internet (USB) অপশনে ক্লিক করলেই এন্ড্রয়েড এর ক্যাবলের মাধ্যমে আপনার পিসিতে রবির ফ্রি নেট চালু হয়ে যাবে। এই পদ্ধতিতে পিসিতে আলাদা করে কোনো প্রকার প্রক্সি সেটিং করতে হয় না। তো, এই পদ্ধতিতে ফুল স্পিডে ফ্রি নেট চালাতে থাকুন।

কিছু কথা:

  • > প্রথম বার psiphone এপপ দিয়ে কানেক্ট করতে ২ থেকে ৩ মিনিট সময় লাগতে পারে
  • > কিছু কিছু নন রুটেট সেটে psiphone সার্ভারটি ১০ মেগাবাইট পর পর ডিসকানেক্ট হতে পারে, এরকম হলে মোবাইলের ডাটা কানেক্টশন একবার অন-অফ করে নিন
  • > এই  পদ্ধতিতে ফাইল আপলোড হবে না, আপনি ব্রাউজিং ও ডাউনলোড করতে পারবেন।
  • > আর psiphone এপপ ব্যবহারের কারণে আপনার লোকেশন পরিবর্তন হয়ে যায়, তাই পিসিতে ব্যবহারের সময় অনুগ্রহ করে ইউটিউব, ফেসবুক ও ইমেইল একাউন্টে লগ ইন করবেন না! না হলে একাউন্ট লক হয়ে যেতে পারে!
  • > তবে মোবাইলে এই ঝুঁকি নেই, মোবাইলে নিশ্চিন্তে ফেসবুক ইউটিউব সহ সকল কিছুই চালাতে থাকুন।
  • > রাত ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফুল স্পিড পাবেন, বাকি সময় স্পিড কমে যেতে পারে।

তো আজ এ পর্যন্ত ই, আর হ্যাঁ আমি এই টিউন করা পর্যন্ত এই পদ্ধতিটি চালু রয়েছে, পরে এই পদ্ধতি বন্ধ হয়ে যেতে পারে যার কোনো গ্যারান্টি নেই, তাই ২/৩ দিন পর যদি এই পদ্ধতি বন্ধ হয়ে যায় তাহলে আমাকে এই বলে গালি দিয়েন না ফাউল টিউন করা হয়েছে! লুল!

ধন্যবাদ সবাইকে।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice post….

Vhai pc r android phone er jonno to dilen…ebar iphone er jonno kisu tricks den..:(…

Thanks.

কাজ হয় না

Level 0

Thanks Brother Nice Working

Aktu free net use krcelam!!!kaj koira desen vau!!!!Kkn off kre debene tai vabse

প্রিয় গেমওয়ালা ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আমাদের সাহায্য করবেন আশা করছি। আমাদের ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

    ০১৯৫৫৮১২৯৩৬

    প্রয়োজন হলে বিকেলের দিকে ফোন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সকালে ভাসির্টির ক্লাশ থাকে 🙂

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।