সবাইকে শুভেচ্ছা, আশাকরি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক ভাল আছি বর্তমানে বাংলাদেশ এ অনলাইন ইনকাম এর যে কয়েকটি মাধ্যম সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে ইউটিউব ভিডিও আডসেন্স থেকে ইনকাম করাটা সবচেয়ে জনপ্রিয়। এছাড়া ছিপিএ মার্কেটিং ও টিস্প্রিং ও জনপ্রিয়তার তুঙ্গে আছে। এবং এই দুই মাধ্যমের সাথেও যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সম্পর্ক আছে, সেহেতু ইউটিউব এর সাথেও সম্পর্ক আছে।
আমরা অনেকেই ইউটিউব এ ভিডিও দিচ্ছি, সেটা মার্কেটিং করছি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যাশামত ভিউয়ার পাচ্ছি না। এদের মধ্যে অন্নতম কারন হচ্ছে ভিউয়ার এর আস্থাহীনতা। একজন ভিউয়ার এর আস্থা বাড়ে তখন ই যখন সে ভিডিও শুরু হউয়ার আগে চ্যানেল এর একটি চমৎকার ইন্ট্রো ভিডিও দেখে। আমি এখন আপনাদের দেখাব কিভাবে ইউটিউব এর জন্য এই ইন্ট্রো ভিডিও বানাতে হয়। আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো না। একটি চমৎকার সাইট http://www.panzoid.com থেকে ফ্রি ইন্ট্রো ভিডিও বানাব। আপনারা চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন, দেখতে না চাইলে ... নিচের স্ক্রিনশট সহ টিউন টি পড়ুন
ভিডিও টিউটোরিয়াল
প্রথমে সাইটে যাব। তারপরে যেকোনো একটি টেম্পলেট সিলেক্ট করবো।
তারপরে সেটা তে "Open in Clipmaker" এ ক্লিক করি।
তারপরে নিচের চিহ্নিত জাইগাইতে ক্লিক করি
এবং বামে চৌকোনা বক্সে টেক্সট এডিট করতে এখানে ক্লিক করি।
এরপর ভিডিও ডাউনলোড করতে এখানে ক্লিক করি। তারপরে ভিডিও Render হয়ে গেলে ডাউনলোড করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ টিউন টি পড়ার জন্য।
আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor video