"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
আসসালামু আলাইকুম।
প্রিয় টিউনার ভাইরা, আশা করি মহান আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। তাঁর বিশেষ অনুগ্রহে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সময় নষ্ট না করে চলুন সরাসরি টিউনে ফিরে যাই।
টিউনার ভাইরা, আপনারা জানেন যে, ইন্টারনেট জগতে কোনো কিছু ডাউনলোড করার জন্য আইডিএম (IDM) এর মত শক্তিশালী ও বহুমূখী ক্ষমতা সম্পন্ন কোনো সফটওয়্যার এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ছবি, ওডিও, ভিডিও, সফটওয়্যার সহ সে কোনো ধরনের ফাইল যে কোনো সাইট থেকে অনায়াসেই ডাউনলোড করা যায় IDM এর সাহায্যে। আইটি জগতে যারা নিয়মিত জড়িত তাদের অনেকের কাছে এই সফটওয়্যারটি অমূল্য সম্পদের মত।
গত সপ্তাহে টেকটিউনস এ আমার প্রথম টিউনে এই বিষয়ের উপর একটি টিউন করেছিলাম। আশা করি আপনাদের কাছে টিউনটি ভাল লেগেছে। টিউনটি যারা পড়েননি তারা নিচের লিংকে ক্লিক করে একবার দেখে নিতে পারেন।
এখন আমার তৈরী করা উপরের ভিডিওটি দেখে খুব সহজে "ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার" (IDM) টি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করে ফেলুন আজীবনের জন্য।
ভিডিওটি ভাল লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেননা আশাকরি
ধন্যবাদ।
আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।