কীবোর্ড বা এর কোন কী নষ্ট হলে করনীয়।

সকল প্রসংশা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন।

কীবোর্ড ছাড়া আপনার কম্পিউটারের কোন  অস্তিত্ত আছে? না নেই, অন্তত আমরা যারা ব্লগিং করি অন্তত তাদের কাছে নেই। এখন এই কীবোর্ড বা এর দু একটি কী যদি নষ্ট হয় তাহলে কেমন লাগে বলুন? হার্ডওয়ার সমস্যা না থাকলে অর্থাৎ আপনার অপারেটিং সিস্টেমে সমস্যা থাকলে আপনি এটা ঠিক করতে পারেন খুব সহজে।

তার জন্য

:::Start Menu:::>Control Panel:::>Printers and others Hardware:::>Keyboard  এ যান

এবং Hard ware সিলেক্ট করুন। এবার আপনার কীবোর্ড নির্বাচন করে Properties এ ক্লিক করুন।

এখান থেকে Driver সিলেক্ট করুন। এবং শেষে আপনার কীবোর্ডটি Uninstall করুন। এবার আপনার কম্পিউটার রিস্টার্ট দিন। অটমেটিক ভাবে কিবোর্ড ড্রাইভাএ ইন্সটল হবে।

অথবা আপনি My Computer এ Right click করে Manage এ ক্লিক করুন। এখান থেকে Device Manager এ ক্লিক করুন। ডান পাশ থেকে Key Board  এ ডাবল ক্লিক করুন। তারপর আপনার কীবোর্ড সিলেক্ট করে Uninstall চিহ্নে অথবা Action::>> Uninstall  এ ক্লিক করে Uninstall করুন।

এবার কম্পিউটার রি-স্টার্ট দিন। এবার দেখুন হয়েছে কিনা। যদি ঠিক না হয় আপনার কীবোর্ড টি অন্য কম্পিউটারে লাগিয়ে দেখুন কী গুলো কাজ করে কিনা। যদি না করে তাহলে এবার অন্য ব্যবস্থা।

কীবোর্ড রীম্যাপিং।

এ পদ্ধতি দিয়ে আপনি একটি কী এর কাজ অন্য এক বা একাধিক কী দিয়ে সারিয়ে নিতে পারবেন।  যদি একটি বা দুটি কীতে সমস্যা থাকে তাহলে নিচের টিউন থেকে যেনে নিতে পারেন।

আপনার অচল (নষ্ট) কীবোর্ড সচল (ভালো) করুন

ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারি।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ভাই অনেক সুন্দর হয়ছে। এখন ও এই বিপদে পরিনাই। পরলে আপনার টিউনটি কাজে লাগবে। টিটি দু দিন পর পর কোথায় যায় বলতে পারেন?

    ধন্যবাদ আপনাকে।
    টিটি থেকে যা শিখেন তা হজম করার সময় টিটি ই করে দেয়। আর টিটির ও একটু আপনাদের মত বেড়াঁতে মন চায় তো তাই…

আপনাকে অনেক ধন্যবাদ জাকির ভাই।

ধন্যবাদ সেয়ার করার জন্য।

সুন্দর টিউন।

অন্য কম্পিউটারে কাজ না করলে কি করব?

    তাও বলে দিতে হবে?
    তাহলে তো আপনার কী বোর্ড ই নষ্ট। নতুন আরেকটা কিনবেন।

কাজের টিপস ধন্যাবাদ জাকির ভাইকে।

    আলাউল ভাই আপনাকে ও ধন্যবাদ।

?জাকির! says:
২১ জানুয়ারি, ২০১১ at 10:48 পুর্বাহ্ন

ধন্যবাদ আপনাকে।
টিটি থেকে যা শিখেন তা হজম করার সময় টিটি ই করে দেয়। আর টিটির ও একটু আপনাদের মত বেড়াঁতে মন চায় তো তাই…
ভালই বলেছেন … … 😀

অনেক কাজের টিপস,
ধন্যবাদ জাকির ভাই শেয়ার করার জন্য।

    আতাউর রহমান ভাইকে ও অনেক ধন্যবাদ।

Level 0

অনেক ভাল একটা পোস্ট। কিন্তু ভাই, লেপটপ এর কী বোর্ড এর সময় কি করব??? আমার লেপ টপ এর কয়কটা কী নস্ট হয়ে গেছে। কাজ করে না। এখন দেকছি একের পর এক কী নস্ট হচ্ছে।