আসসালামু ওয়ালাইকুম
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ নিরব আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল কিভাবে আপনি ৪ পাসপোর্ট ছবির জায়গায় ২৪ টি পাসপোর্ট ছবি বের করবেন তাও আবার মাত্র ৪০ টাকায়। তবে যারা ফটোগ্রাফার বা এসব বেপারে জানে তাদের আমার টিউনটি কোন কাজে আসবে না।
কারন তাদের কাছে আটা অনেক সহজ কিন্তু যারা আসব বিসয়ে কোন ধারনা নেই তাদের অনেক কাজে আসবে কারন আমি ও যখন না জানতাম তখন ৪০ টাকা দিয়ে মাত্র ৪ ছবি বের করেছি কিন্তু যখন জানলাম তখন মাত্র ৪০ টাকায় ২৪ টা বের করলাম এবং পরে আর বেশি তো চলুন শুরু করা যাক-
(তাঁর পর এই ভিডিও টি দেখে কাজ করুন অথবা নিচের মত করে কাজ করুন)
৪- তারপর new tab খুলুন Ctrl+N ক্লিক করলেই খুলে যাবে তারপর নিচের মত করে নিবেন
৫- এখন আপনি আপনার ছবি টাকে ধরে এনে নতুন উইন্ডো তে ছেরে দিন আর নিচের মত সাজিয়ে নিন
৬-বাস কাজ শেষ এখন ফাইলে গিয়ে save for web এ ক্লিক করে ছবিটাকে সেভ করে নিন নিচের মত
এখন আপনি ফটো স্টুডিও দোকানে গিয়ে বলবেন আমাকে এটার ৪টা 4R ছবি বের করে দিন। প্রতিটি ছবি বেশির বেশি ১০ টাকা রাখবে কোন জায়গায় ৮ টাকা রাখে। তো আপনি প্রতিটি ছবির ভিতর পাচ্চেন ৬করে ৪ টি ছবিতে ২৪ টি পাসপোর্ট ছবি
আশা করি বুজতে পেরেছেন।
ধন্যবাদ।
আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub dorkarai post