কিভাবে উইন্ডোজ ১০ থেকে যেকোন প্রোগ্রাম রিমুভ অথবা আনইনস্টল করবেন।

হ্যালো সবাই কেমন আছেন? টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন যে আজ আমি কি দেখাব। এই টিউনটা একদম ই নতুন দের জন্য যারা পিসি সম্পর্কে তেমন আইডিয়া নাই অথবা কিভাবে কোন সফটওয়ার রিমুভ অথবা আনইনস্টল করতে পারেন না।

তো বেশি কথা না বলে কাজে কথা আসি। আপনি যদি আপনার উইন্ডোজ ১০ পিসি থেকে যেকোন সফটওয়্যার রিমুভ করতে চান তাহলে নিচের ধাপ গুলো ফলো করুন। এই কাজটি তিনটি মেথড এ করা যায়। যারা পড়ে বুঝতে পারবেন না তারা সরাসরি এই ভিডিও টি দেখতে পারেন। How To Uninstall Programs On Windows 10।

তো চলুন শুরু করা যাকঃ

মেথড ০১ঃ

  • স্টেপ ০১ঃ স্টার্ট বাটনে ক্লিক করুন।
  • স্টেপ ০২ঃ লিখুন Control Panel
How To Uninstall Programs On Windows 10
How To Uninstall Programs On Windows 10
  • স্টেপ ০৩ঃ Control Panel এ ক্লিক করুন ছবির মত।
How To Uninstall Programs On Windows 10
How To Uninstall Programs On Windows 10
  • স্টেপ ০৪ঃ Program এর নিচ থেকে Uninstall Program এ ক্লিক করুন।
  • স্টেপ ০৫ঃ যেকোন একটি প্রোগ্রাম অথবা সফটওয়্যার সিলেক্ট করুন যেটি আপনি আনইনস্টল করতে চান।
How To Uninstall Programs On Windows 10
How To Uninstall Programs On Windows 10
  • স্টেপ ০৬ঃ মাউস এর Right Key চাপুন
  • স্টেপ ০৭ঃ আনইনস্টল এ ক্লিক করুন।
  • স্টেপ ০৮ঃ তারপর কিছু নির্দেশনা দিবে আনইনস্টল করার জন্য। সাধারনত আবার আনইনস্টল এ ক্লিক করতে হয়।
  • স্টেপ ০৯ঃ আপনার কাজ শেষ। আপনি সাকসেসফুলি প্রোগ্রামটি আনইনস্টল করতে পেরেছেন।

মেথড ০২ঃ

  • স্টেপ ০১ঃ স্টার্ট বাটনে ক্লিক করুন।
How To Uninstall Programs On Windows 10
How To Uninstall Programs On Windows 10
  • স্টেপ ০২ঃ Setting এ ক্লিক করুন।
How To Uninstall Programs On Windows 10
How To Uninstall Programs On Windows 10
  • স্টেপ ০৩ঃ System এ ক্লিক করুন।
How To Uninstall Programs On Windows 10
How To Uninstall Programs On Windows 10
  • স্টেপ ০৪ঃ Apps and features এ যান।
  • স্টেপ ০৫ঃ যেকোন একটি Program সিলেক্ট করুন যেটা আনইনস্টল করতে চান।
  • স্টেপ ০৬ঃ সিলেক্ট করার পর নিচের দিকে Uninstall অপশন পাবেন।
  • স্টেপ ০৭ঃ Uninstall এ ক্লিক করার পর আবার Uninstall এ ক্লিক করে সিউর করতে হবে যে আপনি এই প্রোগ্রাম টা আনইনস্টল করতে চান।
  • স্টেপ ০৮ঃ বেশ!! আপনি এবার ও প্রোগ্রাম টি ডিলিট অথবা রিমুভ করতে সক্ষম হয়ছেন।

মেথড ০৩ঃ

  • স্টেপ ০১ঃ স্টার্ট বাটনে ক্লিক করুন।
  • স্টেপ ০২ঃ স্ক্রল করে আপনি যে প্রোগ্রাম টি রিমুভ করতে চান সেইটা তে যান।
  • স্টেপ ০৩ঃ মাউস এর Right Key প্রেস করুন।
How To Uninstall Programs On Windows 10
How To Uninstall Programs On Windows 10
  • স্টেপ ০৪ঃ দেখবেন আনইনস্টল অপশন দেখাচ্ছে।
  • স্টেপ ০৫ঃ তারপর Uninstall এ ক্লিক করুন
  • স্টেপ ০৬ঃ তারপর মেথড ০১ এর স্টেপ ৬ থেকে নিচের দিকের স্টেপ গুলো ফলো করেন।
  • স্টেপ ০৭ঃ ইয়াহু!! এইবার ও পেরে গেলেন।

তো সবাই ভাল থাকবেন। আশা করি টিউনটি ভাল লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। কোন কিছু না বুঝলে আমাকে ফেইসবুকে মেসেজ দিতে পারেন। আমি হেল্প করব।

https://facebook.com/techworldtut

Level 0

আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Trying to learn new somethings!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস