মেমোরি কার্ডের জায়গা বাড়িয়ে নিন

আসসালামু ওয়ালাইকুম,

কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। বরাবর এর মত আমি মোহাম্মদ নিরব আবার  আপনাদের মাঝে হাজির হলাম নতুন  ট্রিকস নিয়ে। আগেই বলে দিচ্ছি কারো যদি লেখা পড়তে কষ্ট হয় তাহলে এই লেখা না পরে ডাইরেক্ট নিচের ভিডিও দেখুন আমি সবসময় আপনাদের স্বার্থে লেখার পাশাপাশি ভিডিও রাখবো।

কিন্তু এজকে সুধু ভিডিও তেই দিলাম না হলে আপনারা বুজবেন না। আশা করি সবার কাজে আসবে এই ট্রিকস টি। যুগের সাথে সাথে মেমোরি কার্ডের ও ডিমান্ড বেরে চলেছে  একসময় ১ গিগাবাইট মেমোরি ও অনেক ছিল কিন্তু এখন এই ১ গিগাবাইট মেমোরি এর তেমন চল নেই অনেকে আবার ১ গিগাবাইট মেমোরি থাকার সর্তেও ৪ কি ৮ গিগাবাইট মেমোরি কিনে এবং শেই ১ গিগাবাইট মেমোরি কে এক কনায় ফালিয়ে রাখে তো চলুন সেই ১ গিগাবাইট মেমোরিকে কিভাবে ৪ মেমোরি মেমরি করা যায় সেটা দেখবো।

তো আজকের  ট্রিকস্টি আপনারা এখানে লেখাতে দেখলে বুজতে পারবেন না  আর টিউনটি ও অনেক বড় হয়ে যাবে তাই  প্রাকটিকেল দেখার জন্য নিচের ভিডিওটি দেখুন।

যে সফটওয়্যার টি দিয়ে কাজ করবেন সেটার ডাউনলোড লিংক এর জন্য  এখানে ক্লিক করুন তাঁর পর নিচের ভিডিও টি দেখুন।

কোন  সমস্যা হলে জানাবেন, ধন্যবাদ

Level 3

আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস