বন্ধুরা, আজকের টিউন এ একটি প্রয়োজনীয় ট্রিকস শেয়ার করতে এসেছি যে, কিভাবে আপনি আপনার ওয়াইফাই পাস-ওয়ার্ড বের করবেন। অনেক সময় দেখায় যায় আমরা আমাদের পিসি বা ল্যাপটপ ওয়াইফাই কানেক্ট করার পর পাসওয়ার্ড ভুলে যাই তখন আবার সেই ওয়াইফাই মোবাইল বা অন্য কিছুতে কানেক্ট করতে গেলে পাসওয়ার্ড খুজাখুজি নিয়ে অসুবিধায় পড়তে হয়। সো খুজাখুজির দিন শেষ এখন আপনি খুব সহজেই পিসি বা ল্যাপটপ থেকে পাসওয়ার্ড বের করে নিতে পারবেন।
এর জন্য পিসি বা ল্যাপটপ এ যে ওয়াইফাইটি কানেক্ট করা আছে সেখানে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর ২টি অপসন পাবেন সেখানে ২ন্ড অপশনটি ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার এ যাবেন। এখন কানেকশন এ আপনার ওয়াইফাই এর নামটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তারপর জেনারেল থেকে ওয়ারলেস প্রোপারটিস। ওয়ারলেস প্রোপারটিস ক্লিক করার পর সেখান থেকে সিকিউরিটি তে গেলে নেটওয়ার্ক সিকিউরিটি পাসোয়ার্ডটি আপনি জাস্ট শো ক্যারেক্টর দিলে ই দেখতে পারবেন। আপনি পাসওয়ার্ড জেনে যাবেন। এ ছিল আজকের টিউন বিষয়টি এখনো ক্লিয়ার না হলে নিচের ভিডিওটি দেখুন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ।
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটাতো কোনো ট্রিক নয়,সহজেই পাওয়া যায় পিসিতে, মোবাইলেরটা শেয়ার করলে ট্রিক হবে,জানা থাকলে শেয়ার করুন।টিউনের জন্য best of luck