IDM লেটেস্ট অ্যাক্টিভ ভার্সন And ফেইক সিরিয়াল সমস্যার সমাধান

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমি সুপন। ২০১১ থেকে টেকটিউনস ব্লগ এর সাথে আছি তবে সেই সময় নতুন ইউজার রেজিষ্টেশন সিস্টেম টা বন্ধ থাকার কারনে আমি রেজিষ্টার উইজার হতে পারি নাই। আমি এই প্রযুক্তির সেরা ব্লগ থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি ও। আমার অবসর সময় কাটে টেকটিউনস এর মধ্যে। এক সময় আমি রেজিষ্টেশন করতে পারি কিন্তু কোন এক কারনে সাথে সাথে আমায় টেকটিউনস থেকে ব্লক করা হয়। কিছু দিন আগে আমাকে সেই ব্লক নামক কারাগার থেকে মুক্ত করা হয়। যাই হওই এইটা আমার প্রথম টিউন তাই এই টিউনে আমার কথা গুলো বলে আপনাদের বিরক্ত করা মনে হয় উচিত হয়নি।

কাজের কথা

টাইটেল দেখেই হয়ত বুঝতে পারছেন কি নিয়ে আমার আজকের টিউন! হ্যা Internet Download Manager নিয়েই আজকের টিউন। আমার অনেকেই IDM এর ফুল ভার্সন ব্যবহার করতে চাই কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবহার করার মত ক্ষমতা আমাদের অনেকের নাই। তাই আমার এর অ্যাক্টিভেটর ডাওনলোড করি।

কিন্তু অ্যাক্টিভেটর ইনস্টল করার পরে যখন কিছুক্ষন পরপর ফেইক সিরিয়াল এর মেসেজ টা আসে তখন মেজাজ খারাপ হয়ে যায়। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক অসাধারন অ্যাক্টিভেটর যা লাইফ টাইম চলবে কোন ফেইক সিরিয়াল মেসেজ দিবে না। আর IDM যতই আপডেট হওক অ্যাক্টিভেটর একটাতেই কাজ হবে।

কি ভাবে কাজ করতে হবে তা ভিডিও এর মাধ্যমে বুঝানো হয়েছে। অ্যাক্টিভেটর এর লিংক ও ভিডিও এর ডেসক্রিপশন এ দেয়া আছে।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি কে এইচ সুপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন ভালই করেছেন যে আইডিএম রেজিঃ এ্যাপ্স দিয়েছেন সেটা তো 6.08 ভার্সন তো কত বছর আগের সেটা জানেন? সবচেয়ে বড় কথা এটা দিয়ে কি যে কোন ব্রাউজারে এক্সটেনশন ইনএবল হবে, না হবে না,তাই আমি দিচ্ছি ১০০০% ওয়ার্কিং প্যাচ, যেটা দিয়ে কোন ফেইক শো করবে না। নতুন আইডিএম সেটাপ ফাইল ডাউনলোড করুন http://internetdownloadmanager.com/ আর প্যাচ ডাউনলোড করুন https://www.datafilehost.com/d/55f77da0

    @Titumir Thanks for your comment.
    Version koto seta na deke amar mone hoy kaj kore ki na ta dekai valo.. ar ami eitar jonno online e onek kuje o solved pai nai… ar tai ei tune ta korlam jate amar moto ar kaw ke ei problem e na porte hoy..