কিভাবে সহজে ১২০০ ভিএ ইউপিএস এর ব্যাক আপ ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা বাড়ানো যায় (ভিডিও টিউন)

আসসালামুয়ালাইকুম,

আশা করছি টেকটিউনস পরিবারের সকলেই ভালো আছেন। সকলের দোয়াতে আমিও ভালো আছি। আজ  এমন একটি অতি প্রয়োজনীয় কাজের ভিডিও টিউন নিয়ে এসেছি যা আমি প্রায়  ৪ বছর  আগে টেকটিউনস এ প্রকাশ করেছিলাম।

" সহজে বাড়ান আপনার ৬৫০ভিএ ইউপিএস এর ব্যাক আপ"

কিন্তু আজকের ভিডিও টিউনটিতে আমি দেখাবো "কিভাবে সহজে ১২০০ ভিএ ইউপিএস এর ব্যাক আপ ৩০ মিনিট থেকে ২ থেকে ৩ ঘণ্টা বাড়ানো যায়"। আশা করছি কম বেশি সকলের কাজে আসবে এবং ভাল লাগবে।

এই জন্য উপকরণ হিসাবে যা যা লাগবে:

১. যে কোন ব্র্যান্ড এর ১২০০ ভিএ ইউপিএস (ভালো নতুন/পুরাতন)

২. ১২ volt ১৮/২০ amp এর ২ টি ব্যাটারি (আমি ভিডিওতে Long 12 volt 18ah Battery ব্যবহার করেছি)

৩. একটু মোটা মানের ব্যাটারি জয়েন্ট করার জন্য ইলেক্ট্রিক তার ইত্যাদি।

আশা করছি আমাদের সকলের কাছে আছে এবং যদি না থাকে তার পরেও সমস্যা নেই কারন খুব সহজে পাওয়া যায়। অবশ্য এর জন্য বেশ কিছু টাকা এবং সময় খরচ করা লাগবে, কারণ এই মানের নতুন ব্যাটারির দাম একটু বেশী। আনুমানিক প্রতিটি নতুন Long 12 volt 18ah  ব্যাটারির দাম ৩০০০ থেকে ৩৫০০ টাকা মাত্র নিতে পারে (এটা অবশ্য নতুন ব্যাটারির দাম, পুরাতন ব্যাটারির দাম ১০০০ থেকে ১৫০০ টাকা, কিন্তু পুরাতন ব্যাটারির ব্যাক আপ সময় ঠিক নির্দিষ্ট নয়।

এখণ কাজের সুবিধার্থে বিস্তারিত ভিডিও তে দেখুন।

কাজের বিবরণঃ

আপনাদের পুরাতন/ ভাল কিন্ত ব্যাক আপ কম দেওয়া ১২০০ ভিএ ইউপিএস এর নষ্ট ব্যাটারি ২ টি পালটে ঐ ব্যাটারির পরিবর্তে সংযোগ করে নিন একটা ১২ volt ১৮/২০ amp এর   ২ টি  ব্যাটারি। আপনি আপনার আগের নষ্ট ১২volt ৭.২ amp এর ইউপিএস ব্যাটারি ২ টি  সংযোগ থেকে আলাদা করে  আলাদা দুইটা তার বের করে ইউপিএস এর বাহিরে নিয়ে আসুন এবং নষ্ট ব্যাটারি ২ টি ছাড়া ইউপিএস এর ঢাকনা লাগিয়ে দিন।

Related image

Related imageRelated image

এখন কাজ হবে আপনার নতুন ১২ volt ১৮/২০ amp এর ব্যাটারি ২ টির একটির এক পাশের  পসিতিভে(+) টানেল এর সাথে অপরটির নেগেটীভ (-) টানেল যুক্ত করে ২৪ ভোল্ট  ব্যাটারি  বানিয়ে নিন। এর পর  ২৪ ভোল্ট ব্যাটারির পসিতিভে(+) টানেল এর সাথে ইউপিএস এর ব্যাটারি পসিতিভে (+) কেব্‌ল এবং একই ভাবে ২৪ ভোল্ট ব্যাটারির নেগাতিভে (-) টানেল এর সাথে ইউপিএস এর ব্যাটারি নেগাতিভে (-) কেব্‌ল ভাল করে লগিয়ে দিন। এর পর পুরোপুরি ৬-৮ ঘণ্টা চার্জ করে নিন। চার্জ হলে ব্যবহার করা শুরু করুন। একটানা ফুল লোড থাকা কালিন কমপক্ষে ২ ঘণ্টা ব্যাক আপ পাবেন। আপনার ব্যাটারি মান ভাল হলে এই ব্যাক আপ আরও বেশি পাবেন। মনে রাখবেন ব্যাটারি পাওয়ার যেন ১২ volt ১৮/২০ amp এর বেশি না হয়।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আরও বেশ কিছু ভিডিও দেখতে আমার সাথে থাকুন। মতামত দিয়ে আরও ভালো কিছু করার সুযোগ করতে সহায়তা করবেন। সকলকে আবার ধন্যবাদ জানাই ভিডিও টি দেখার জন্য।

শুভ কামনায়ে

সোহেল

Level New

আমি মোঃ শাহজাহান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার একটি 850 VA ইউপিএস রয়েছে। আমি এটাতে 12ভোল্ট এর সর্বোচ্চ কত এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারবো? আর একই সাথে কতগুলো ডেস্কটপ কম্পিউটার কানেক্ট করতে পারবো?