হ্যালো সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের শিখাব কিভাবে আপনি আপনার অথবা আপনার পরিচিত কারো GPA এবং CGPA বের করবেন সহজে
আমরা অনেকে জানিনা কিভাবে আমাদের জিপিএ বের করতে হয়। যারা জানেন তারা না, পরলে ও চলবে। যারা জানেন না তাদের জন্য আশা করি টিউনটা কাজে আসবে।
তো চলুন শুরু করা যাক। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ি সেজন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ স্কেল গ্রেডের জিপিএ বের করার সিস্টেম দেখাব। এটা সব বিশ্ববিদ্যালয়ের একই নিয়ম। সুতরাং, সবাই ফলো করতে পারেন।
প্রথম আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে আপনার রেসাল্ট শিট টি ডাউনলোড করে নিন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা শুধু যাদের রেসাল্টে শুধুমাত্র (A,B,C,C+,C-) পাবলিশ করে তাদের জন্য প্রজোয্য আর সরাসরি GPA তে পাবলিশ করলে তো এমনি জেনে যাবেন যে কত জিপিএ পাইছেন। আর যারা শিখে রাখতে চান তারা দেখতে পারেন যে কিভাবে GPA and CGPA বের করতে হয়।
আশা করি আপনার রেজাল্ট শিট টা আপনার সামনেই আছে। এখন আপনাকে যা করতে হবে আপনার কোন সাবজেক্টে কত ক্রেডিট এবং কি পেয়েছেন তার মান জেনে নিতে হবে। উপরের ছবি থেকে জেনে নিন।
এইবার আপনাকে উপরের ছবির মত কাজ করতে হবে। এখানে আমি ধাপ ১ এর রেজাল্ট মানের আমার ফ্রেন্ডের জিপিএ বের করে দেখিয়েছি আপনারা আপনাদের যত টি বিষয় আছে এবং প্রত্যেক বিষয়ের ক্রেডিট এবং প্রাপ্ত গ্রেড খাতায় লিখে নিবেন। তারপর বিষয় ক্রেডিট এবং গ্রেড পয়েন্ট গুন করবেন এবং তারপর সব গুনফল এক সাথে যোগ করবেন যেমন এখান যোগ করার পর ৯৭ হয়েছে। সব বিষয়ের ক্রেডিট ও যো করে নিবেন যেমন এখানে ৩২ টোটাল ক্রেডিট। তারপর ৯৭ কে ৩২ দ্বারা ভাগ করবেন তাহলে আপনার প্রাপ্ত জিপিএ বের হয়ে যাবেন। এই তো শেষ। আর আপনারা যদি এত জামেলা করতে না চান তাহলে আপনি TechWorldTut ইউটিউব চ্যানেল থেকে এক্সেল ফাইল টা ডাউনলোড করে শুধু প্রত্যেক বিষয়ের গ্রেড পয়েন্ট এবং ক্রেডিট বসিয়ে বের করে নিতে পারেন। ডাউনলোড লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দেয়া আছে।
এইবার আসুন CGPA(Cumulative Grade Point Average) বের করবেন কিভাবে মানে সব ইয়ায়ের জিপিএ থেকে সিজিপিএ কিভাবে করবেন তা জেনে নিন। উপরের সিস্টেমে সকল ইয়ার এর TPS যোগ করবেন তার পর সকল ইয়ার এর ক্রেডিট গুলো যোগ করবেন। তারপর টোটাল TPS কে টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করবেন তাহলে আপনি আপনার CGPA(Cumulative Grade Point Average) পেয়ে যাবেন।
তো সবাই ভাল থাকবেন। কোন সমস্যা পরলে আমাকে নক করতে পারেন এবং ফেইসবুক ফেইজ টি লাইক করে রাখতে পারেন পরবর্তী ভিডিও অথবা টিউন আপডেট পেতে।
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!
kjer video